ফাইনালের আগে আরেকটি দুঃসংবাদ পেল রিয়াল

ছবি: টুইটার

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় দানি কারভাহাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে পারবেন না। এই দুঃসংবাদের পর আরেকটি ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। মাংসপেশির চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন মার্কো আসেনসিও।

সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল মোকাবিলা করবে অ্যাথলেতিক বিলবাওয়ের। সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে।

গত মৌসুমে কোনো শিরোপা ঘরে তুলতে পারেননি স্পেনের সফলতম ক্লাব রিয়াল। সুপার কাপ দিয়ে এবার খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি ফাইনালে পাচ্ছেন না পুরো শক্তির দল।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনালে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। ওই ম্যাচের ৬৮তম মিনিটে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল স্প্যানিশ উইঙ্গার আসেনসিওকে। কিন্তু বিলবাওয়ের বিপক্ষে নামার জন্য মাংসপেশির চোট থেকে সেরে উঠতে পর্যাপ্ত সময় পাননি তিনি।

রিয়ালের একাদশে আসেনসিওর পরিবর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর জায়গা পাওয়া একরকম নিশ্চিত। আর স্প্যানিশ রাইট-ব্যাক কারভাহালের স্থান দখল করতে পারেন তারই জাতীয় দলের সতীর্থ লুকাস ভাজকেজ।

অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা চলতি মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। কিন্তু চোটের কারণে বার্সার বিপক্ষে খেলা হয়নি তার। ফাইনালের আগে অনুশীলন করলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজী নন আনচেলত্তি।

ফাইনালে রিয়ালের সম্ভাব্য একাদশ: থিবো কোর্তোয়া; লুকাস ভাজকেজ, এদার মিলিতাও, নাচো ফার্নান্দেজ, ফারলান্দ মেন্দি; কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ; রদ্রিগো, করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago