ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

bangladesh football team
ছবি: বাফুফে

আন্তর্জাতিক ফুটবলের র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়েছে জেমি ডের শিষ্যরা। তারা এখন অবস্থান করছে ১৮৯তম স্থানে।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

চলতি মাসের শুরুতে কিরগিজস্তানের মাটিতে তিন জাতি কাপে অংশ নেয় বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারে তারা। এরপর স্বাগতিকদের বিপক্ষে আরও বড় হারের তিক্ত স্বাদ নিতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। কিরগিজস্তান জেতে ৪-১ গোলে। শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও পেরে ওঠেনি জামাল ভূঁইয়া-তারিক কাজীরা। ৩-২ গোলে হার মানতে হয় তাদের।

বাংলাদেশ সবকটিতে হারলেও কেবল কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ফিফার স্বীকৃতি প্রাপ্ত। ওই ম্যাচের ফলই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়াতে ভূমিকা রেখেছে।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির জন্য ম্যাচ তিনটি খেলে বাংলাদেশ। আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর শেষ হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরটি।

উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ৪ তারিখে আসরের সফলতম দল ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে ডের দলের প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১৩ তারিখে লিগ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে মাঠে গড়াবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

1h ago