ফেডারেশন কাপে খেলবে না বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপে খেলবে না বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠির মাধ্যমে দুটি কারণ উল্লেখ করে এ আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি।
হঠাৎ করেই ফেডারেশন কাপের চূড়ান্ত সূচিতে কিছু পরিবর্তন করে বাফুফে। এই বিষয়টি উল্লেখ করে চিঠিতে কিংসের পক্ষ থেকে বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিযোগিতার ফিক্সচার বজায় রাখার কাজটি সততার সঙ্গে কাজ করছে না। তারা অন্য ক্লাবকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য ফিক্সচারের বেশ কয়েকবার পরিবর্তন করছে এবং ভুল করছে।'
খসড়া সূচি অনুযায়ী, গ্রুপ 'এ'র দলগুলো কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি দলের বিপক্ষে খেলে। কিন্তু বাফুফের নতুন সূচিতে 'এ' গ্রুপের দলগুলো মোকাবেলা করবে 'বি' গ্রুপের দলগুলোর বিপক্ষে। আর গ্রুপ 'সি'র দলগুলো কোয়ার্টার ফাইনালে গ্রুপ 'ডি'র দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেন্টে কিংসের অংশগ্রহণের অনিচ্ছার আরও একটি কারণ হচ্ছে ভেন্যু। চিঠিতে তারা আরও লিখেছে, 'বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম পেশাদার পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা চালানোর জন্য যথেষ্ট যোগ্য নয়।'
এর আগে কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে নিম্ন মানের টার্ফের কারণে ওই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হলে অংশগ্রহণ করবে না তারা।
আগামীকাল শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে।
Comments