উয়েফা নেশন্স লিগ

ফেরানের জোড়া গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন

ফেরান তরেস (বামে)। ছবি: টুইটার

স্পেনের ফেরান তরেস জোড়া গোল করায় প্রথমার্ধেই অনেকখানি পিছিয়ে পড়ল ইতালি। অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হলো তাদের। দ্বিতীয়ার্ধের শেষদিকে লরেঞ্জো পেলিগ্রিনি ব্যবধান কমালেও ফেরা হলো না ইউরোর শিরোপাধারীদের। আজ্জুরিদের হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালের টিকিট পেল স্প্যানিশরা।

বুধবার রাতে আসরের প্রথম সেমিফাইনালে সান সিরোতে স্বাগতিক ইতালিকে ২-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ফেরানের দুটি গোলেরই যোগানদাতা মিকেল ওইয়ারজাবাল। এএস রোমার মিডফিল্ডার পেলিগ্রিনির গোলটি আসে ফেদেরিকো কিয়েসার পাসে।

বিরতির আগেই দশ জনের দলে পরিণত হয় ইতালি। ম্যাচের ৪২তম মিনিটে স্পেন অধিনায়ক সার্জিও বুসকেতসের মাথায় কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় বোনুচ্চিকে। এর আগে ৩০তম মিনিটে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন জুভেন্টাস ডিফেন্ডার বোনুচ্চি।

পুরো ম্যাচে দাপট দেখানো স্পেনের পায়ে শতকরা ৭৫ শতাংশ সময়ে ছিল বল। গোলমুখে লা রোহাদের নেওয়া ১৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল চারটি। বিপরীতে, ইতালি আটটি শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি।

বরাবরের মতো বল দখলে রেখে খেলা স্পেন একজন বেশি নিয়েও বিরতির পর আর জালের ঠিকানা খুঁজে পায়নি। অন্যদিকে, ইতালি শেষ পর্যন্ত হারলেও হাল ছাড়েনি। কৌশল বদলে পাল্টা আক্রমণে তারা বেশ কয়েকবার ভীতি ছড়ায় প্রতিপক্ষের রক্ষণে।

নেশন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফ্রান্স অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। এই দল দুটি পরস্পরের বিপক্ষে লড়বে আসরের দ্বিতীয় সেমিতে। জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

28m ago