ফের লাউতারোর লক্ষ্যভেদ, টানা ২৯ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা

চার দিন আগে চিলির বিপক্ষে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন লাউতারো মার্তিনেজ। এবার কলম্বিয়ার বিপক্ষেও লক্ষ্যভেদ করে ব্যবধান গড়ে দিলেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রত্যাশিত জয় তুলে নিয়ে অপ্রতিরোধ্য যাত্রাকে আরও সমৃদ্ধ করল লিওনেন মেসিবিহীন আর্জেন্টিনা।
বুধবার সকালে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ঘরের মাঠ কর্দোবায় ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেন লাউতারো। এই নিয়ে সব মিলিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা।
একাধিক গোল না পেলেও ৫৭ শতাংশ সময়ে বল পায়ে রাখা আর্জেন্টিনা আক্রমণেও দাপট দেখায়। গোলমুখে ১৬টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে পাঁচটি। অন্যদিকে, কলম্বিয়ার মাত্র পাঁচটি শটের দুটি থাকে লক্ষ্যে।
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও বাছাইয়ের এবারের দুটি ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তারকা ফরোয়ার্ড ও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে। তবে তার অনুপস্থিতিতে ভুগতে হয়নি আর্জেন্টিনাকে। চিলি সফরে গিয়ে জয়ের পর নিজেদের মাটিতে কলম্বিয়াকে হারিয়েছে তারা।
আইসোলেশনে মেয়াদ সম্পন্ন করলেও করোনাভাইরাস পরীক্ষার ফল বারবার পজিটিভ আসায় চিলিতে দলের সঙ্গে যেতে পারেননি স্কালোনি। কদিন আগে নেগেটিভ হওয়া আর্জেন্টিনার প্রধান কোচ এদিন আলবিসেলেস্তেদের একাদশে আনেন ছয়টি পরিবর্তন।
কলম্বিয়ার রক্ষণে চাপ ধরে রেখে ম্যাচের ২৯তম মিনিটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। বাঁ প্রান্ত থেকে মার্কোস আকুনিয়ার ক্রস ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে নিশানা ভেদ করেন লাউতারো। এবারের বাছাইয়ে এটি তার সপ্তম গোল। আর্জেন্টিনার হয়ে গোলদাতাদের তালিকায় তিনিই আছেন সবার উপরে। মেসির নামের পাশে রয়েছে ছয় গোল।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পয়েন্ট ৩৫। তারা আছে বাছাইয়ের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
শীর্ষে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে তাদের অর্জন ৩৯ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠ মিনেইরোতে তারা ৪-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে।
Comments