বঙ্গভবনে বিশ্বকাপ ট্রফি

ছবি: পিআইডি

কাতার বিশ্বকাপ উপলক্ষে বিশ্বব্যাপী ভ্রমণের ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশে এসেছে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি।

বিকালে বিশ্বকাপ ট্রফিটি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এটিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি এরপর ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ ফিফার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, রাষ্ট্র্রপতির সচিবগণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এর ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরও বেশি উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে।

এরপর রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, তার পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাগণ বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago