বাংলাদেশের ফুটবল মোটেও অপরিচিত নয় কাবরেরার কাছে

ছবি: বাফুফে

হাভিয়ের কাবরেরাকে যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন ভক্ত-সমর্থকদের অনেকেই নড়েচড়ে বসেছিলেন। তাদের প্রশ্ন ছিল, কে এই কাবরেরা? তাছাড়া, কোনো জাতীয় দল পরিচালনার পূর্ব অভিজ্ঞতাও নেই তার। তবে কাবরেরা নামটি দেশের ফুটবল অঙ্গনে অচেনা হলেও বাংলাদেশের ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল এই স্প্যানিশ কোচ। দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এমন দাবিই করেছেন তিনি।

গত ৮ জানুয়ারি ৩৭ বছর বয়সী কাবরেরাকে কোচ বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১১ মাসের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।

বুধবার বিকালে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় কাবরেরাকে। এর আগে ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশের জাতীয় ও ক্লাব পর্যায়ের ফুটবল নিয়ে জানাশোনার কথা জানিয়েছেন কাবরেরা, 'আমি চ্যালেঞ্জ নিয়ে অত্যন্ত অনুপ্রাণিত এবং এটার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। আমি ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে সময় কাটিয়েছি। আমি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি। ভারতে আমি প্রায় আট বছর ছিলাম। আমার সাফ ফুটবল দেখার সুযোগ হয়েছিল। আমি বাংলাদেশের ক্লাবগুলোকে চিনি। বিশেষ করে, এএফসি কাপে খেলা আবাহনী ও বসুন্ধরা কিংসকে। সুতরাং, আমি এই উপমহাদেশে নতুন নই। আমি ভারতে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা বাংলাদেশে আমাকে কিছু সুবিধা দেবে।'

আগামী জুনে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। একটি নির্দিষ্ট ভেন্যুতে হবে প্রতিটি গ্রুপের খেলা। চার দলের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে মূল পর্বের টিকেট। রানার্স-আপ হলেও টিকে থাকবে আশা। তাই এশিয়ান কাপের বাছাই হতে যাচ্ছে বাংলাদেশের কোচ হিসেবে কাবরেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট।

বাছাই পর্বে নিজের লক্ষ্য সম্পর্কে সাবধানী কাবরেরার মন্তব্য, 'প্রথমে আমাদের ধাপে ধাপে এগোতে হবে এবং (ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে) মার্চ মাসের দিকে ফোকাস করতে হবে, যাতে তখন সব খেলোয়াড়কে একত্রিত করা যায়। এর আগে আমাদের ক্লাবগুলো থেকে শুরু করে ফুটবল কোচ, ক্লাবের কর্মকর্তা, টেকনিক্যাল স্টাফদের কাছ থেকে পরিষ্কার ধারণা পেতে হবে। আর দেখতে হবে যে খেলোয়াড়রা কীভাবে ক্লাবে প্রশিক্ষণ নেয় এবং আমরা কী কী বিষয় নতুন করে নির্মাণ করতে পারি।'

'খেলোয়াড়দের স্কাউট করতে হবে এবং ফিফা উইন্ডোর জন্য প্রয়োজনীয় (খেলোয়াড়) তালিকা তৈরি করতে হবে। ক্যাম্পে একসঙ্গে কাজ করতে হবে এবং আমাদের ফুটিয়ে তুলতে হবে যে আমরা ফুটবলের বিকাশ ঘটাচ্ছি। তারপর জুনে কী ঘটে সেটা আমরা দেখব। তবে আমি নিশ্চিত যে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলব। আর এটাই আমাদের লক্ষ্য।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago