বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে আসছেন জিদানের সতীর্থ

জুনের শুরুতেই বাংলাদেশের আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। ৩৬ ঘণ্টার জন্য দেশে এ ট্রফি নিয়ে আসবেন সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী ক্রিশ্চিয়ান কারেম্বেউর অধীনে ফিফা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। সোমবার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সংবাদিকদের বাফুফে সাধারণ সম্পাদক বলেন, 'ট্রফিটি ৮ জুন ঢাকায় আসবে এবং ৩৬ ঘণ্টার সফর শেষে পরদিন চলে যাবে। সেদিনই রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে এ ট্রফি।'

আর্মি স্টেডিয়ামে সাধারণ জনগণের জন্য ট্রফিটি প্রদর্শিত হবে বলে জানান সোহাগ, 'আর্মি স্টেডিয়ামে একটি ইভেন্টও হবে, যেখানে ট্রফিটি সীমিত জনসাধারণের কাছে প্রদর্শিত হবে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। একজন ফিফা কিংবদন্তি, প্রাক্তন ফরাসি আন্তর্জাতিক ক্রিস্তিয়ান কারেম্বেউ ফিফার সদস্যদের সঙ্গে ট্রফি নিয়ে আসবেন।'

পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে গত ১২ মে থেকে। কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। আয়োজক ৩২ দেশ সহ ঘুরবে মোট ৫১টি দেশে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিল এ ট্রফি।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago