'বাজে সপ্তাহ' দ্রুতই শেষ করতে চায় বার্সা

কদিন আগেই ঘরের মাঠে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে বার্সেলোনা। সপ্তাহ না ঘুরতেই আগের দিন অবনমন অঞ্চলে থাকা কাদিজের বিপক্ষে হেরে লা লিগার শিরোপা লড়াই থেকেও এক প্রকার ছিটকে গেল দলটি। ফলে বার্সেলোনার এ মৌসুমে শিরোপা জয়ের সব সম্ভাবনা শেষ হয়ে গেলে একটি 'বাজে সপ্তাহেই।' তবে দ্রুতই এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ।

সোমবার ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ১-০ গোলে হারায় পয়েন্ট টেবিলে এখন ১৬ নম্বরে থাকা কাদিজ। দলটি আগেও ধরাশায়ী করেছিল বার্সাকে। সবশেষ চার দেখায় দুবারই জিতেছে কাদিজ, একটি হয়েছে ড্র। তবে ন্যু ক্যাম্পে এর আগে কখনোই জয় ছিল না দলটির। তাও হয়ে গেল আগের দিন।

এদিন ম্যাচে প্রায় একক আধিপত্য ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। শটও নেয় ১৮টি। যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু যথারীতি ফরোয়ার্ডদের ব্যর্থতায় হারতে হয় তাদের। অন্যদিকে রক্ষণও জমাট ছিল না তাদের। পাল্টা আক্রমণ থেকে গোল করার মতো ৫টি বড় সুযোগ তৈরি করে কাদিজ।

অথচ এক সপ্তাহ আগেই শিরোপা রেসে দারুণভাবেই ছিল বার্সেলোনা। প্রথমবারের মতো ইউরোপা লিগ জয়ের স্বপ্নে বিভোর ছিল দলটি। একই সঙ্গে রিয়ালের পা হড়কানোর প্রত্যাশায় ছিল তারা। কিন্তু নিজেদের কাজটাই ঠিকভাবে করতে ব্যর্থ হলো দলটি।

তবে দ্রুতই এ অবস্থা থেকে উতরাতে চান জাভি, 'তিন পয়েন্ট নেওয়ার জন্য যত সুযোগ প্রয়োজন, তার চেয়ে বেশিই পেয়েছিলাম আমরা। কিন্তু নিতে পারিনি। এখান থেকেই মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের ফর্ম বদলে ফেলতে হবে।'

'চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো জায়গায় আমরা উঠে আসতে পেরেছি বটে, তবে এখান থেকে এগিয়ে যেতে হবে। এই সপ্তাহটি আমাদের জন্য ছিল খুব বাজে। তবে দ্রুতই আমাদের এই অবস্থা বদলে ফেলতে হবে,' যোগ করেন জাভি। 

Comments

The Daily Star  | English

Yunus lands in Chattogram for day-long visit

He landed at Shah Amanat International Airport at 9:22am

57m ago