বার্সার পেনাল্টি পাওয়া নিয়ে নাপোলি কোচের অসন্তোষ

উয়েফা ইউরোপা লিগে বার্সেলোনার মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে নাপোলি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ইতালিয়ান ক্লাবটি গোল হজম করে পেনাল্টি থেকে। তবে পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ জানিয়েছেন তাদের কোচ লুসিয়ানো স্প্যালেত্তি।
বৃহস্পতিবার রাতে আসরের শেষ ষোলোয় ওঠার প্লে-অফের প্রথম লেগটা দারুণ কেটেছে নাপোলির। ১-১ গোলে স্বাগতিক বার্সাকে রুখে দিয়েছে তারা। ক্যাম্প ন্যুতে পিওতর জিয়েলিন্সকি ২৯তম মিনিটে গোল করে উল্লাসে মাতান নাপোলিকে। এরপর ৫৯তম মিনিটে বার্সেলোনা সমতা টানে ফেরান তরেসের স্পট-কিকে।
ম্যাচের তখন ৫৬তম মিনিটের খেলা চলছিল। ডি-বক্সের ডান প্রান্ত থেকে বার্সার আদামা ত্রাওরের ক্রস ধরে ফেলেন নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত। কিন্তু বল তার গ্লাভসে পৌঁছানোর আগে জুয়ান জেসাসের হাতে সামান্য স্পর্শ করেছিল। পরে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচের পর ক্ষুব্ধ স্প্যালেত্তি সংবাদ সম্মেলনে দাবি করেন, পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না, 'ড্র তাদের (বার্সেলোনার) প্রাপ্য ছিল। কিন্তু ওই পেনাল্টিটির কোনো অস্তিত্বই থাকতে পারে না। হাত পেছনে রেখে আপনি কখনও দৌড়াতে পারেন না। তাছাড়া, (হাতে লাগার পর) বলের গতিপথও পরিবর্তিত হয়নি। ১-১ স্কোরলাইন ন্যায্য। কিন্তু এটা পেনাল্টি ছিল না।'
পুরো ম্যাচে আক্রমণ আর বল দখলে দাপট দেখালেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বার্সা। ফিনিশিংয়ের ব্যর্থতায় ইউরোপা লিগে টিকে থাকার পথটা ভীষণ কঠিন হয়ে গেছে তাদের। গোলমুখে ২১টি শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, নাপোলির চারটি শটের সবগুলো ছিল লক্ষ্যে।
বিরতির পর বার্সার আক্রমণের বিপরীতে ভোগার কথা স্বীকার করে নেন নাপোলি কোচ, 'প্রথমার্ধে দুই দল সমানে সমান খেলেছে। খেলা ফের শুরু হওয়ার পর অবশ্য আমরা ভুগেছি। তবে আমরা যদি ৪৫ মিনিট ভালো খেলতে পারি, তাহলে আমরা ৯০ মিনিটও ভালো খেলতে পারব। কিছু কিছু মুহূর্তে আমরা খুব ভালো করলেও শৃঙ্খলাটা পুরোপুরি বজায় রাখতে পারিনি।'
আগামী বৃহস্পতিবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। নাপোলির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সার সামনে প্রতিপক্ষের ডেরায় অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
Comments