বার্সার স্কোয়াড থেকে বাদ পড়লেন দেম্বেলে

শেষ পর্যন্ত বার্সেলোনার স্কোয়াড থেকে বাদই পড়লেন উসমান দেম্বেলে। অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচে তাকে স্কোয়াডে রাখেননি কোচ জাভি হার্নান্দেজ। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাকে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি।
ক্লাবের আর্থিক দুর্দশার সময়ে বার্সেলোনা আশা করেছিল, নতুন চুক্তি করে বেতন কমাতে রাজি হবেন দেম্বেলে। কিন্তু তাদের আশায় জল ঢেলে উল্টো দ্বিগুণ বেতন চাইছেন তিনি। সঙ্গে নিজের জন্য ও তার মুখপাত্রের জন্য আরও ২০ মিলিয়ন ইউরো করে বোনাস। এমন অবস্থায় দেম্বেলেকে বিদায় করে দেওয়ার বিকল্প কিছুই ভাবছে না ক্লাবটি।
আগের দিন একই কথা বলেছিলেন কোচ জাভিও, 'বার্তা তো পরিষ্কার। উসমান দেম্বেলেকে নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে, তা না হলে জানুয়ারিতেই ওকে বিক্রির পথ খুঁজব। এর বাইরে অন্য কোনো উপায় নেই।'
অথচ বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেম্বেলেকে নিয়ে নতুন প্রজেক্ট গড়ার স্বপ্ন দেখেছেন জাভি। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাও কিছুদিন আগে দেম্বেলেকে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে রেখেছিলেন। তাকে নিয়ে বার্সার ভবিষ্যৎ আক্রমণভাগ সাজানোর কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে দলটি।
এ প্রসঙ্গে আলেমানি বলেছেন, 'উসমান এবং তার এজেন্টদের সাথে আমরা জুলাই মাসের দিকে আলোচনা শুরু করি। এই সমস্ত সময়ে, প্রায় সাত মাস, আমরা কথা বলেছি, বার্সা বিভিন্ন প্রস্তাব দিয়েছে, আমরা এ খেলোয়াড়কে আমাদের সঙ্গে চালিয়ে যাওয়ার জন্য একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু সেই প্রস্তাবগুলো তার এজেন্টরা ক্রমাগত প্রত্যাখ্যান করেছে।'
'এটা আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে, এ খেলোয়াড় বার্সেলোনায় থাকতে চায় না এবং বার্সার ভবিষ্যৎ প্রকল্পের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। আমরা তাকে এবং তার এজেন্টদের বলেছি যে, তাকে অবিলম্বে ক্লাব ছেড়ে যেতে হবে কারণ আমরা এই প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় চাই। আমরা আশা করছি ৩১ জানুয়ারির আগেই তার ট্রান্সফার হবে। আমরা এমন খেলোয়াড় চাই না যারা বার্সাতে থাকতে চায় না।' - যোগ করেন আলেমানি।
Comments