বার্সায় নতুন শুরুর আগে করোনায় আক্রান্ত দানি আলভেস!

আর মাত্র তিন দিন পরই শুরু হবে জানুয়ারির ট্রান্সফার। আনুষ্ঠানিকভাবে সাইনিংটা হয়ে গেলে ফের বার্সেলোনার জার্সিতে নামতে পারবেন দানি আলভেস। সেক্ষেত্রে হয়তো পরের ম্যাচেই মায়ার্কোর বিপক্ষে দেখা যেতেও পারতো তাকে। কিন্তু অপেক্ষা বাড়ছে তার। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ ব্রাজিলিয়ান। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
বড় দিনের ছুটি শেষে অনুশীলনে ফিরেছে বার্সেলোনা দল। তবে অনুশীলনে নামার আগে স্কোয়াডের সকল সদস্যের কোভিড পরীক্ষা করানো হয়। সেখানে দানি আলভেস ও ক্লেমো লংলে পজিটিভ হন। ফলে বর্তমানে বাধ্যতামূলক আইসোলেশনে আছেন এ দুই তারকা।
স্বাভাবিকভাবেই মঙ্গলবারের অনুশীলনে যোগ দিতে পারেননি এ দুই ডিফেন্ডার। মায়োর্কার বিপক্ষেও বার্সেলোনা পাচ্ছে না তাদের। যদিও দুইজনই সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এমনকি করোনার কারণে তেমন কোনো জটিলতাও নেই।
বরাবরই মজার মানুষ দানি আলভেস। সামাজিক মাধ্যমে তার মজা নিয়ে অনেক ভিডিওই ভাইরাল। এবার কোভিড নিয়েও মজা করতে ছাড়েননি এ ব্রাজিলিয়ান। সামাজিকমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে বলেছেন, 'আমি অনেক পজিটিভ, অনেক পজিটিভ। এতোটাই পজিটিভ যে আমি কোভিড পজিটিভ হয়েছি।'
সৌভাগ্যক্রমে নতুন মৌসুমে বার্সেলোনায় এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা অনেকটাই কম। এর আগে সের্জি রোবার্তো কোভিড পজিটিভ হয়েছিলেন এ মৌসুমে।
Comments