বার্সেলোনার অম্লমধুর রাতে 'নির্ঘুম' জাভি

স্তাদিও র্যামন সানচেজ পিজহুয়ানে আগের দিন সেরা দলটি ছিল বার্সেলোনাই। সাম্প্রতিক সময়ে এমন দারুণ গোছানো ফুটবল কমই খেলেছে দলটি। কিন্তু তারপরও ম্যাচের ফলাফল পক্ষে আনতে পারেনি তারা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের। পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করায় বেশ হতাশ দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ। এমনকি হতাশায় নির্ঘুম রাত কাটবে বলেই জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের ৩২তম মিনিটে আলেহান্দ্রো গোমেজের গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। এরপর প্রথমার্ধের শেষ দিকে রোনালদ আরাহোর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। তবে ৬৪তম মিনিটে সেভিয়ার ডিফেন্ডার জুলেস কুন্দে লাল কার্ড দেখে বহিষ্কার হলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
স্বাভাবিকভাবেই জয়ের এমন সুযোগ হাতছাড়া করার পর বেশ হতাশ কোচ জাভি, 'এটা অম্লমধুর অনুভূতি। এমন ম্যাচের পর রাতে ঘুমানো কঠিন হবে। বিশেষ করে যখন আপনি জয়ের প্রত্যাশায় থাকেন, এবং প্রতিপক্ষে যখন একজন খেলোয়াড় কম থাকে। আমাদের ছেলেরা ম্যাচের প্রথমার্ধে মোমেন্টাম ধরে রাখতে পেরেছিল। দলও এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরই আমরা বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হই।'
ম্যাচে মোট ২৩টি শট নিতে পারে বার্সেলোনা। যেখানে সেভিয়া শট নিতে পারে মাত্র পাঁচটি। মাঠে প্রায় একক দাপটই ছিল তাদের। তাই হোঁচট খেলেও শিষ্যদের মাঠের লড়াইয়ের বেশ প্রশংসা করেছেন জাভি, 'আমার মনে হয় আমরা ভালো পারফর্ম করেছিলাম, অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। আমরা একটি পয়েন্ট পেয়েছি, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা সঠিক পথে আছি। কিন্তু এটা লজ্জার কারণ আমরা হোঁচট খেয়েছি।'
বর্তমানে পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে সেরা চারে আসতেই হবে তাদের। তাই প্রতিটি জয়ই খুব মূল্যবান দলটির জন্য। জাভির ভাষায়, 'চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে আমাদের জিততে হতো, কিন্তু ড্র হলেও আমি গর্বিত। আমরা আজ রাতে ভাগ্যবান ছিলাম না। আমি প্রত্যেককে নিয়ে গর্বিত। আমি যেমনটা চাই এই বার্সেলোনাকে দেখতে ঠিক তেমন দলই লাগছে। আজ রাতের সবচেয়ে বাজে বিষয় হচ্ছে ফলাফল।'
Comments