বার্সেলোনায় ফিরলেন মেসি

পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষা দিনকে বাড়ছেই লিওনেল মেসির। আগের দিন ব্রেস্তের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না এ তারকা। আর স্কোয়াডে না থাকায় মাঝের সময়টায় প্রাণপ্রিয় শহর বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের দিনই কাতালুনিয়ায় ফিরে আসেন রেকর্ড পাঁচ ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো।
আগের দিন কাতালুনিয়া বিমান বন্দরে দেখা গিয়েছে মেসিকে। তার একটি ভিডিও-ও প্রকাশ করেছে মুন্দো। সংবাদে তারা জানিয়েছে, রাতের খাবার খেতে কাস্তেলদিফেলসে লুইস সুয়ারেজের বাড়িতে গিয়েছিলেন এ আর্জেন্টাইন। মেসির সঙ্গে সময় কাটাতে শনিবার বিকেল পর্যন্ত দিয়াগো সিমিওনির কাছ থেকে ছুটি নিয়েছেন সুয়ারেজ। এ সময় পর্যন্ত অনুশীলনে থাকছেন না তিনি। রোববার এলচের বিপক্ষে মাঠে নামবে সুয়ারেজের অ্যাতলেতিকো মাদ্রিদ।
এদিকে মেসিকে ছাড়া আগের দিন ব্রেস্তের বিপক্ষে দারুণ জয় পেয়েছে পিএসজি। তার মতো এ ম্যাচে ছিলেন না নেইমারও। দুই তারকাকে ছাড়াই ৪-২ গোলের জয় পায় দলটি। ম্যাচে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। এছাড়া আন্দের এরেরা ও ইদ্রিসা গুয়ে একটি করে গোল দিয়েছেন।
এদিকে ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পরের ম্যাচেই মাঠে থাকতে পারেন মেসি। আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে লা পার্সিয়ানদের হয়ে মাঠে নামার প্রত্যাশা করছেন এ আর্জেন্টাইন। বার্সেলোনার হয়ে মৌসুম শেষ করার পর কোপা আমেরিকায় খেলেছেন তিনি। সে আসর শেষে ছুটি কাটিয়েছেন লম্বা সময়। প্রাক মৌসুমের কোনো ম্যাচই খেলা হয়নি তার। যে কারণে ম্যাচ ফিটনেসের ঘাটতি থাকায় তাকে এখনই মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছেন পিএসজি কোচ।
গত ১০ আগস্ট পিএসজিতে যোগ দেওয়ার পর দুই দিন পরই তাদের হয়ে অনুশীলনে নেমেছিলেন মেসি। প্যারিসে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছেন জোরেশোরেই। অনুশীলনেও দারুণ করছেন। যার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। কিন্তু এখনও ম্যাচ ফিটনেস না পাওয়াতেই প্রতিযোগিতামূলক মাঠে নামতে দেরি হচ্ছে তার। আর অভিষেকের আগে কিছুটা সময় বার্সেলোনায় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Comments