বার্সেলোনায় যোগ দিচ্ছেন লেভানদোভস্কি!

নতুন চ্যালেঞ্জ নিতে চাওয়ার ইচ্ছাটা গত মৌসুমেই জানিয়েছিলেন রবার্ট লেভানদোভস্কি। শেষ পর্যন্ত থেকে গেছেন বায়ার্ন মিউনিখেই। তবে আগামী মৌসুমেই সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ পোলিশ তারকার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছে পোল্যান্ডের সংবাদমাধ্যম ইন্টেরিয়া-স্পোর্ট।

সংবাদ অনুযায়ী, এরমধ্যেই কাতালান ক্লাবটির সঙ্গে কয়েকদফা মিটিং হয়েছে লেভানদোভস্কির মুখপাত্র পিনি জাহাবির। তাতে ইতিবাচক সাড়াই পেয়েছে বার্সেলোনা। দলবদলের আলোচনা অনেকটা চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে। আগামী গ্রীষ্মেই তিন বছরের মাল্টিমিলিয়ন চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ।

যদিও বায়ার্নের সঙ্গে লেভানদোভস্কির চুক্তির মেয়াদ ফুঁড়বে ২০২৩ সালের ৩০ জুন। তবে এক মৌসুম আগেই দল ছাড়তে চাইছেন তিনি। তবে তার মূল্য কতো হতে পারে তা জানায়নি ইন্টোরিয়া। তবে গত বছর যখন তার দল ছাড়ার গুঞ্জন উঠেছিল সে সময় তার মূল্য নির্ধারণ ছিল ১০০ মিলিয়ন পাউন্ড। শেষ মৌসুমে অবশ্য এ মূল্য কিছুটা কমতে পারে।

এদিকে জার্মান সংবাদমাধ্যমে বিল্ড জানিয়েছে, গত মৌসুমে এ ইচ্ছার কথা জানালেও নতুন মৌসুমের আগে এখনও বায়ার্নকে দলবদলের কথা জানায়নি লেভানদোভস্কি।  এমনকি তার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে তারা আশাবাদী বাভারিয়ানরা। তবে সময়ও ফুঁড়িয়ে যায়নি। ওয়েবস্টার নিয়ম অনুযায়ী মৌসুম শেষ হওয়ার ১৫ দিনের জানালেই চলবে।

মূলত জাভির চাওয়াতেই এ চুক্তি হতে যাচ্ছে বলে জানা গেছে। বার্সেলোনার কোচ হওয়ার পর থেকে একজন বক্স স্ট্রাইকারের খোঁজে আছেন তিনি। অন্যদিকে লেভাও চাচ্ছেন নতুন চ্যালেঞ্জ নিতে। তাতেই কাজটা সহজ হয়ে যায় কাতালানদের।

তবে চুক্তি না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে বার্সেলোনাকে। কারণ ইন্টোরিয়ার সংবাদ অনুযায়ী লেভাকে পেতে আরও বেশ কিছু জায়ান্ট ক্লাবই আগ্রহী। এরমধ্যে লিভারপুল, পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের প্রস্তাবও রয়েছে। যদিও লেভানদোভস্কি বেছে বার্সেলোনাকেই নিচ্ছেন বলে জানিয়েছে তারা।

গত কয়েক মৌসুমে অতিমানবীয় ফুটবল খেলছেন লেভানদোভস্কি। চলতি মৌসুমেও দুর্দান্ত। এ মৌসুমে ৪০ ম্যাচ খেলে করেছেন ৪৬ গোল। সবমিলিয়ে বায়ার্নের হয়ে আট মৌসুমে ৩৬৯ ম্যাচে ৩৪০টি গোল করেছেন এ তারকা। ক্যারিয়ারের মতো ৭৩৯ ম্যাচ খেলে করেছেন ৫৩৬ গোল।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago