বার্সেলোনায় যোগ দেওয়া কেসিকে ইব্রার উপদেশ

মৌসুম শেষ হওয়ার আগেই বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তিটা সেরে রেখেছিলেন ফ্র্যাঙ্ক কেসি। দুদিন আগে হয় আনুষ্ঠানিক চুক্তিও। তবে কাতালান ক্লাবে যোগ দেওয়ার আগে জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শ নিয়েছেন আইভরি কোস্টের এ ফরোয়ার্ড।
প্রথম দফায় এসি মিলানে যোগ দেওয়ার আগে এক মৌসুম বার্সেলোনায় খেলেছেন ইব্রাহিমোভিচ। তাই ক্লাব এবং শহর সম্পর্কে ভালো করে জানা আছে তার। যদিও বার্সেলোনায় সময়টা খুব একটা ভালো যায়নি তার। কোচ পেপ গার্দিওলার সঙ্গে জটিলতায় শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হয়েছে তাকে।
তবে কেসিকে যথাসম্ভব পরামর্শ দিয়েছেন ইব্রাহিমোভিচ। ন্যু ক্যাম্পে উপস্থাপনের পর প্রথম সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন কেসি।
'সে আমাকে কিছু উপদেশ দিয়েছে। সে আমাকে বলেছে যে এটা (বার্সেলোনা) একটি সুন্দর শহর এবং দুর্দান্ত একটি দল। তিনি বলেছিলেন, "দেখ, কঠোর পরিশ্রম করবে এবং এখানে মিলানে তুমি যা করছ ঠিক তাই করবে। সবকিছু দিয়ে এবং ক্লাবে যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবে,' ইব্রার পরামর্শ সম্পর্কে এমনটাই বলেন কেসি।
গত মৌসুমে মিলানের হয়ে দুর্দান্ত খেলেছেন এ আইভরিয়ান। ১১ বছর পর ক্লাবের স্কুদেত্তো ফিরিয়ে আনায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মিলানের হয়ে সব মিলিয়ে ১৭৪টি ম্যাচ খেলে করেছেন ৫টি গোল।
২০১৯ সালে তিন বছরের চুক্তিতে মিলানে যোগ দেন কেসি। এর আগে অবশ্য আতালান্তা থেকে ধারে দুই মৌসুমে এ ক্লাবে খেলেছেন তিনি।
২০১০ সালে ধারে মিলানে যাওয়ার আগে বার্সেলোনায় এক মৌসুমে ৪৬টি ম্যাচ খেলেছিলেন ইব্রাহিমোভিচ। সে সময়ে ২২টি গোল করেন এ সুইডিশ তারকা।
Comments