বার্সেলোনা বিমানবন্দরে যা যা বললেন মেসির বাবা

ফ্রান্সের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর খবরের মধ্যে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে হাজির হন লিওনেল মেসি। সেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ছিলেন তার স্ত্রী, তিন সন্তান ও বাবা। গন্তব্য তাদের প্যারিস।
ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকালে বিমানে ওঠার আগে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসিকে তিনটি প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে তার ছেলের ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যম লা সেক্সতার সাংবাদিক মারিয়া গারিদো হোর্হের কাছে প্রথম প্রশ্ন রাখেন, 'মেসি কি পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন?' এক শব্দে জবাব আসে,' হ্যাঁ।'
পরের প্রশ্নটি ছিল এমন, 'মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে কাদের ভূমিকা রয়েছে?' উত্তরে হোর্হে যা বলেন, তা চমক জাগাতে বাধ্য, 'ক্লাবকে জিজ্ঞেস করুন।'
'তিনি কি খুব দুঃখ পেয়েছেন?' গারিদোর শেষ এই প্রশ্নটির প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন মেসির বাবা, 'আপনারা কি এখনও সেটা দেখতে পাননি?'
বিমানে চেপে বসার পর মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাদের দুজনের একটি ছবি পোস্ট করে লিখেন, 'আমরা পাঁচজন (তিন সন্তানসহ) একত্রে নতুন একটি অভিযানের লক্ষ্যে যাচ্ছি।'

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিতে সমঝোতায় পৌঁছেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রয়েছে।
পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে লেকিপের সুরে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, পার্ক দে প্রিন্সেসের দলটির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন মেসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কর পরিশোধ করার পর বছরে ২৫ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন ৩৪ বছর বয়সী তারকার। সঙ্গে অন্যান্য বোনাস তো থাকছেই।
উল্লেখ্য, গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ীর। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষ কদিন আগে সমঝোতায় পৌঁছালেও শেষ পর্যন্ত তা হয়নি লা লিগার নিয়মের কারণে। পরে গত রবিবার কাঁদতে কাঁদতে ২১ বছরের ঠিকানাকে বিদায় জানান ক্ষুদে জাদুকর।
বার্সায় মেসির না থাকাটা নিশ্চিত হওয়ার পর থেকেই তার পিএসজিতে যাওয়া নিয়ে জোর গুঞ্জন চলছে। সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে অবিশ্বাস্য কিছু না ঘটলে চূড়ান্ত ঘোষণা আসা কেবল সময়ের ব্যাপার!
Comments