বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলে নেই মেসি

করোনাভাইরাসের ধকল কাটিয়ে উঠতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াডে রাখা হয়নি।
বুধবার রাতে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী ২৮ জানুয়ারি চিলির মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। এরপর ২ ফেব্রুয়ারি নিজেদের মাটিতে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনা থাকাকালে গত ২ জানুয়ারি মেসির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। চারদিন পরই অবশ্য পরীক্ষায় নেগেটিভ ফল আসে তার। কিন্তু এখনও মাঠে নামার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি।
ফরাসি ক্লাব পিএসজির হয়ে মেসি সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের ২২ ডিসেম্বর। নতুন বছরে এখনও খেলা হয়নি তার। গত ১০ জানুয়ারি অলিম্পিক লিওঁর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু সেরে উঠতে বাড়তি সময় লাগায় ওই ম্যাচের পর গত রোববার ব্রেস্তের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি আর্জেন্টাইন কোচ স্কালোনি। কারণ, ইতোমধ্যে দলটি পেয়ে গেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকেট।
১৩ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও এখনও কোনো ম্যাচ হারেনি বাছাইয়ে। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), এস্তেবান আন্দ্রাদা (মন্তেরি);
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (উদিনেসে), গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেজ্জেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনিয়া (সেভিয়া);
মিডফিল্ডার: লুকাস ওকামপোস (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), আলেক্সিস ম্যাক আলিস্তার (ব্রাইটন);
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্তাস)।
Comments