বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ খেলোয়াড়

খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে চলতি মৌসুমের মতো আলোচনা হয়নি আর কখনোই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসই এর মূল কারণ। আর্থিক টানাপোড়নে অনেক ক্লাব তাদের খেলোয়াড়দের বেতন দিতে গিয়েই হিমশিম খাচ্ছে। অনেককেই ছেড়ে দিতে হয়েছে তাদের সেরা তারকাদের। ফলে ফুটবল বিশ্বই পুরোই উলটপালট।

খেলোয়াড়দের অতিরিক্ত বেতন দেওয়ার কারণে লিওনেল মেসির মতো তারকাকে চুক্তি করাতে পারেনি বার্সেলোনা। যেখানে নিজের মূল বেতনের অর্ধেক নিতে রাজী হয়েছিলেন এ আর্জেন্টাইন। একই কারণে জুভেন্টাসও তাদের সেরা তারকা রোনালদো বিক্রি করে দিয়েছে। যদিও তাকে দলে আনার প্রত্যাশা পূরণ না হওয়াও একটি কারণ। কিন্তু মূল কারণ ওই আর্থিক ঘাটতিই।

তাই মেসি-রোনালদোদের মতো মহাতারকাদের নিয়ে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো এক রকম পাগলাটেই গিয়েছে। তাদের অনেক তারকার বেতন ভাতায় এসেছে অনেক পরিবর্তন। বেশির ভাগ খেলোয়াড়দেরই বেতন কমেছে উল্লেখযোগ্য হারে।

ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডে শেষ হওয়ার পর খেলোয়াড়দের বেতন ভাতা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সে প্রতিবেদন অনুযায়ী দেখে নেওয়া যাক বর্তমান বিশ্বের শীর্ষ বেতন পাওয়া খেলোয়াড়দের সেরা ১০ জনের তালিকায় কারা রয়েছেন।

খেলোয়াড়দের সাপ্তাহিক বেতন তুলে ধরে এ তালিকা করা হয়েছে। এখান থেকেই দিতে হবে শুল্ক। এছাড়া কোনো ধরণের বোনাস ও অন্যান্য ভাতা এরসঙ্গে যুক্তও নয়। এবং এটা কেবল ক্লাব থেকে পাওয়া মূল বেতনের তালিকা। অনেকেই হয়তো পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি করে ও নিজস্ব অন্যান্য ব্যবসার কারণে এরচেয়েও বেশি আয় করে থাকেন।

সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়:

১. লিওনেল মেসি (পিএসজি) - সাপ্তাহিক ১৩ লাখ ২৫ হাজার ডলার

২. নেইমার (পিএসজি) - ৮ লাখ ৩৬ হাজার ডলার

৩. লুইস সুয়ারেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ) - ৭ লাখ ৯৩ হাজার ডলার

৪. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ) - ৬ লাখ ৯০ হাজার ডলার

৫. কিলিয়ান এমবাপে (পিএসজি) - ৫ লাখ ৬৬ হাজার ডলার

৬. আতোঁয়ান গ্রিজমান (বার্সেলোনা) - ৫ লাখ ৬০ হাজার ডলার

৭. ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) - ৫ লাখ ৩১ হাজার ডলার

৮. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি) - ৫ লাখ ৩১ হাজার ডলার

৯. দাভিদ দি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড) - ৫ লাখ ১৭ হাজার ডলার

১০. রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ) - ৪ লাখ ৮৩ হাজার ডলার।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

3h ago