বিশ্বের সেরা খেলোয়াড় মেসি: এমবাপে
শৈশব থেকেই ক্রিস্তিয়ানো রোনালদোর বড় ভক্ত কিলিয়ান এমবাপে। তার ঘর জুড়ে তখন ছিল এ পর্তুগিজ তারকার ছবি। খেলেন রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি পরে। তবে রোনালদোর সঙ্গে একত্রে কখনোই খেলা হয়নি তার। অনেকটা নাটকীয়ভাবে তার সতীর্থ হয়ে যান লিওনেল মেসি। পিএসজিতে ক্রমেই জমে উঠছে এ দুই তারকার রসায়ন। মেসিতে রীতিমতো মুগ্ধ এ ফরাসি।
এর আগেও মেসির প্রশংসা করেছিলেন এমবাপে। তবে এবারের ব্যাপারটা অনেকটাই ভিন্ন। আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস বলেই মনে হয়েছে তাকে। অথচ গত গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছিলেন এমবাপে। আর মেসি-এমবাপের রসায়নে আশাবাদী হয়ে উঠছে পিএসজি।
আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পিএসজি। ক্লাব ব্রুজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তাতে জোড়া গোল করেছেন এ দুই তারকাই। আর মেসির প্রথম গোলটি এসেছে আবার এমবাপের পাস থেকে। অবশ্য এমবাপেকেও দারুণ কিছু পাস দিয়েছিলেন মেসি। কিন্তু কাজে লাগাতে পারেননি এমবাপে। অন্যথায় হ্যাটট্রিকটা পেতেই পারতেন এ ফরাসি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির প্রশংসায় উচ্ছ্বসিত এমবাপে বলেন, 'মেসির সঙ্গে খেলা খুব সহজ। সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে কদিন আগেই ব্যালন ডি'অর জিতেছে। সে আজ দুটি গোল করেছে। সে খুব খুশি এবং আমি আশা করছি সে আমাদের ভবিষ্যতে অনেক সাহায্য করবে।'
পিএসজিতে যোগ দেওয়ার পর অবশ্য বেশ ভুগতে হয়েছে মেসিকে। এখনও বার্সেলোনার সেই মেসিকে খুঁজে পাওয়া যায়নি। তবে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন তিনি। আর তাকে দারুণ সহায়তা করছেন এমবাপে। নতুন ক্লাবের এমবাপের পাস থেকেই প্রথম গোলটি করেছিলেন এ আর্জেন্টাইন তারকা।
Comments