বেতন না বাড়ালে বার্সা ছাড়তে তৈরি দেম্বেলে!

ওসমান দেম্বেলের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের শেষে। দলটির কোচ জাভি হার্নান্দেজ ফ্রান্সের এই ফরোয়ার্ডকে ধরে রাখতে ভীষণভাবে আগ্রহী। তবে কাজটা নিঃসন্দেহে খুব কঠিন হতে যাচ্ছে। বার্সা ও দেম্বেলের মধ্যে চুক্তি নবায়নের সবশেষ আলোচনা প্রক্রিয়া ভেস্তে গেছে। কারণ দেম্বেলের বেতন বাড়ানোর প্রস্তাবে রাজী নয় কাতালানরা। উল্টো তারা চাইছে বেতন কমাতে। কিন্তু অনেকটা নাছোড়বান্দা মনোভাব দেম্বেলের। দাবীকৃত অর্থ না পেলে নতুন ঠিকানায় পাড়ি জমাতে তৈরি তিনি।

দেম্বেলেকে দলে নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটি ক্লাব যোগাযোগ শুরু করেছে। তাদের একটি কয়েক মাস আগে নতুন মালিকানায় যাওয়া নিউক্যাসল ইউনাইটেড। আরেকটির নাম এখনও জানা যায়নি। 

প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন, 'ফ্রি এজেন্ট হিসেবে ওসমান দেম্বেলেকে চুক্তিবদ্ধ করার জন্য প্রিমিয়ার লিগের দুটি ক্লাব যোগাযোগ শুরু করেছে। তার পরিকল্পনা ছিল (বার্সেলোনায়) থাকার। কিন্তু তিনি যে বেতন চাইছেন, তা না দিলে তিনি নতুন চুক্তি স্বাক্ষর করবেন না। পরিস্থিতি এখন খুবই জটিল।'

আগের দিন বুধবার দেম্বেলের সঙ্গে আলোচনায় বসেছিল বার্সেলোনা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। আলাপ ভেস্তে যাওয়ার কারণ হলো বেতন নিয়ে দুই পক্ষের মতানৈক্য। ক্যাম্প ন্যু দলটিতে প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড পেয়ে থাকেন দেম্বেলে। নতুন চুক্তিতে এই পারিশ্রমিক আরও বাড়ানোর দাবী করেছেন তিনি। কিন্তু বর্তমানে এই প্রস্তাবে সাড়া দেওয়ার আগ্রহ নেই বার্সার। বরং তাদের চাওয়া, স্কোয়াডের বাকি সদস্যদের মতো দেম্বেলেও বেতন কমাতে রাজী হবেন।

এমন পরিস্থিতিতে দেম্বেলের প্রতিনিধিরা পড়ে গেছেন ধন্দে। সম্প্রতি ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তরেসকে ৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে বার্সা। এমনকি তারা আগামী মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে দলে টানতে আগ্রহী। অথচ দেম্বেলেকে বেতন কমাতে বলছেন তারা।

স্পেনের পরাশক্তি বার্সার সঙ্গে আলোচনার রাস্তা খোলা আছে দেম্বেলের প্রতিনিধিদের। তবে ইউরোপের বড় বড় ক্লাবের সঙ্গেও যোগাযোগ রাখছেন তারা। তাছাড়া, ২৪ বছর বয়সী দেম্বেলেকে মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে পেলে যে কোনো ক্লাবের জন্যই তা পোয়াবারো! তাই নিউক্যাসলের পাশাপাশি প্রিমিয়ার লিগের আরও অনেক দলের নামই শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে লিভারপুল, চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

যেহেতু আগামী জানুয়ারিতে বার্সার সঙ্গে চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করবেন দেম্বেলে, সেহেতু ওই মাসের ১ তারিখ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসতে পারবে আগ্রহী ক্লাবগুলো। আগ্রহীদের সেই তালিকায় অ্যাতলেতিকো মাদ্রিদেরও নাম আছে। তবে বার্সেলোনার মতো লা লিগার ক্লাব হওয়ায় তারা এই সুযোগ পাবে না।

বার্সাও পড়েছে বিপাকের মধ্যে। দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়ন না হলে এই মৌসুম শেষে তাকে বিনামূল্যে ছেড়ে দিতে হবে তাদের। অথবা আগামী মাসেই ট্রান্সফার ফির বিনিময়ে বিক্রি করতে হবে। সেক্ষেত্রেও খুব বেশি অর্থ পাবে না তারা। কারণ দেম্বেলের চুক্তির মেয়াদ শেষদিকে।

২০১৭ সালে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দেম্বেলেকে ডর্টমুন্ড থেকে কিনেছিল বার্সা। কিন্তু এই বিশাল পরিমাণ অর্থের বিপরীতে প্রাপ্তির খাতায় খুব কমই জুটেছে ক্লাবটির। প্রতি মৌসুমেই চোটের কারণে দেম্বেলেকে লম্বা সময় থাকতে হয় মাঠের বাইরে। চলমান মৌসুমেও একই চিত্র। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলতে পেরেছেন মোটে ৮ ম্যাচ। তার উপর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন দেম্বেলে।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago