বেনজেমার জোড়া গোলে অ্যাথলেতিককে হারাল রিয়াল

ম্যাচের সাত মিনিট না যেতেই জোড়া গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এর তিন মিনিট না যেতে ব্যবধানও কমালো অ্যাথলেতিক বিলবাও। তাতে মনে হচ্ছিল ম্যাচে এদিন যেন গোল উৎসবেই মেতে উঠবে দুই দল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো সেই সময়ের গোলেই। তাতে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল।

সান মামেসে বুধবার রাতে লা লিগার ম‍্যাচে অ্যাথলেতিক বিলবাওকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি গোলই করেছেন করিম বেনজেমা। অ্যাথলেতিকের হয়ে গোলটি করেছেন ওইহান সানসেট।

এ জয়ে ১৯ ম‍্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে অ্যাথলেতিক। এক ম‍্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া।

এদিন মাঝমাঠের দখল ছিল রিয়ালেরই। ৪০ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। ১২টি শট নিতে পারে তারা। যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকলেও ১৫টি শট নিতে পারে অ্যাথলেতিক। তবে লক্ষ্যে ছিল ২টি।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই বেনজেমার অসাধারণ একটি গোলে এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক পেয়ে আলতো টোকায় বেনজেমাকে বল বাড়ান টনি ক্রুস। বল ধরে অসাধারণ এক বাঁকানো শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন এ ফরাসি স্ট্রাইকার।

তিন মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করে রিয়াল। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান বেনজেমা। দূরের পোস্ট দিয়ে দারুণ এক কোণাকোণি শটে বল জালে পাঠান তিনি। মৌসুমে এটা তার ১৬তম গোল।

দশম মিনিটেই ব্যবধান কমায় অ্যাথলেতিক। অস্কার ডি মার্কোসের কাছ থেকে বল তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে দূরপাল্লার বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সানসেট।

২০তম মিনিটে উনাই নুনেজের শট লক্ষ্যে থাকলে সমতায় ফিরতে পারতো অ্যাথলেতিক। তিন মিনিট পর অল্পের জন্য লক্ষ‍্যে রাখতে পারেননি উনাই ভেনসেদরও। এরপর দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেললেও প্রথমার্ধে সে অর্থে আর গোল করার মতো সুযোগ তৈরি হয়নি।

ম্যাচের ৬০তম মিনিটে সমতায় ফিরতে পারতো অ্যাথলেতিক। ইনাকি উইলিয়ামসের শট একেবারে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিট পর হ্যাজার্ডের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জুলেন আগিরেজাবালা।

৮৬তম মিনিটে দারুণ এক সেভ করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তুয়া। ইনাকির থ্রু বলে পা লাগিয়েছিলেন নিকো। তবে এগিয়ে এসে পা দিয়ে বল ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন এ বেলজিয়ান গোলরক্ষক। এরপরও সুযোগ ছিল দুই দলের। তবে গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

2h ago