বেনজেমার ঝলক ম্লান করে নায়ক ডেনিশ তারকা

নিজেদের মাঠে শুরু থেকে দাপট দেখাচ্ছিল ফ্রান্স। দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমার চোখ ধাঁধানো গোলে এগিয়েও গিয়েছিল তারা। তবে বেনজেমার ঝলকও পরও হারতে হয়েছে তাদের। প্রতিপক্ষ ডেনমার্ক অসাধারণভাবে ঘুরি দাঁড়িয়ে হতাশ করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। বেনজেমাকে ছাপিয়ে দৃষ্টিনন্দন দুই গোলে নায়ক আন্দ্রেয়াস কর্নিলিউস।
প্যারিসে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দেয় ডেনমার্ক। পিছিয়ে থেকে কর্নিলিউসের রোমাঞ্চকর দুই গোলে খেলায় বাজিমাত করে ডেনিশরা।
স্বাভাবিকভাবেই বল দখল, আক্রমণ ও গোলমুখে শটে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু সুযোগ কাজে লাগানোর জায়গায় থেকে যায় ঘাটতি।
ফ্রান্সের একের পর এক আক্রমণের তোরে খেই না হারিয়ে পুরোটা সময় খেলায় ছিল ডেনিশরা। মাথা ঠাণ্ডা রেখে তারা বানিয়েছে প্রতি আক্রমণ।
প্রথম ৪৫ মিনিটে কোন গোল আসেনি। বিরতির পর ৫২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে। কয়েকজনকে কাটিয়ে প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নিয়ে উল্লাসে মাতেন কদিন আগে এই মাঠেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা বেনজেমা। ফ্রান্সের এটি তার ৩৭তম গোল।
বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি ফরাসিদের। ৬৮ মিনিটে পিয়ের পিয়ের-এমিল হয়বিয়ার্গের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের ভলিতে জালের দেখা পান কর্নিলিউস। এরপর মরিয়া হয়ে উঠে ফ্রান্স কিছু আক্রমণ চালালেও তা কাজে দেয়নি।
উলটো ৮৮ মিনিটে খেলার ধারার বিপরীতে আরেক গোল পেয়ে যায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের পাস থেকে বা কোনা দিয়ে বক্সে ঢুকে যান কর্নিলিউস। দূরূহ কোন থেকে উঁচু শটে দেখার মতো গোল করেন তিনি।
Comments