বেনজেমার হ্যাটট্রিকে সেল্তাকে উড়িয়ে দিল রিয়াল

১৮ মাস পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার ম্যাচ রিয়াল মাদ্রিদের। কিন্তু ম্যাচের পাঁচ মিনিট না যেতেই এগিয়ে যায় সেল্তা ভিগো। এরপর রিয়াল সমতায় ফিরলেও আধা ঘণ্টার মধ্যে ফের তারা এগিয়ে যায়। তাতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিল সেল্তা। কিন্তু এদিন ভিন্ন পণ করে নেমেছিলেন করিম বেনজেমাও। তার অসাধারণ হ্যাটট্রিকে সেই সেল্তাকে রীতিমতো উড়িয়েই দেয় রিয়াল। পয়েন্ট তালিকার শীর্ষে ফিরে আসে দলটি।

ঘরের মাঠে রোববার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে তিনটি গোল করেন বেনজেমা। অপর দুটি গোল আসে ভিনিসিয়ুস জুনিয়র ও অভিষিক্ত এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে। সেল্তার হয়ে গোল দুটি করেন সান্তি মিনা ও ফ্রাঙ্কো কার্ভি।

শুরুতে প্রায় সমান তালে ম্যাচ চললেও শেষ পর্যন্ত মাঝ মাঠের দখল ছিল রিয়ালেরই বেশি। ৬০ শতাংশ বল ছিল তাদের পায়ে। লক্ষ্যে তারা শট নেয় ১৫টি। তবে খুব একটা পিছিয়ে ছিল না সেল্তাও। ১১টি শট নেয় তারা।

এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট ভ্যালেন্সিয়া ও অ্যাতলেতিকো মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে রিয়াল। চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট তুলে ১৮ নম্বর অবস্থানে আছে সেল্তা।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ডি-বক্সের কাছে বল ক্লিয়ার করতে ভুল করে ফেলেন ফেলেন কাসেমিরো ও নাচো ফের্নান্দেজ। ফলে অনেকটা ফাঁকায় বল পেয়ে সান্তি মিনাকে পাস দেন। দারুণ এক কোণাকোণি শটে থিবো কোর্তুয়াকে পরাস্ত করতে কোনো ভুল হয়নি এ স্প্যানিশ ফরোয়ার্ডের। ২০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল। কাসেমিরোর ক্রস ধরে ডি-বক্সে ফাঁকায় থাকা বেনজেমাকে দারুণ এক কাটব্যাক করেন ফেদে ভালভেরদে। বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসি তারকা।

তবে পাল্টা আক্রমণ থেকে ৩১তম মিনিটে আবার এগিয়ে যায় সেল্তা। ডান প্রান্ত থেকে হুগো মাল্লোর বাড়ানো বলে কার্ভির ব্যাকহিল পোস্টে বাধা পেলেও ফিরতি বল দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠাতে ভুল হয়নি এ আর্জেন্টাইন মিডফিল্ডারের। দ্বিতীয়ার্ধের এক মিনিট যেতেই দলকে ফের সমতায় আনেন বেনজেমা। মিগেল গুতিরেজের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এ ফরাসি তারকা।

৫৪তম মিনিটে ভিনিসিয়ুসের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল। তবে এ গোলের কারিগর বেনজেমা। তার বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাঁ প্রান্তে অনেকটা ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়ুস। এগিয়ে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় কোণাকোণি শটে বল জালে পাঠান এ ব্রাজিলিয়ান তরুণ। ৭২তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় দলটি। এবার লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় কামাভিঙ্গা। লুকা মদ্রিচের শট সেল্তা গোলরক্ষক ঠেকালে আলগা বল জালে পাঠান এ ১৮ বছর বয়সী তরুণ।

৮৭তম মিনিটে সফল স্পট কিক থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে এখন পর্যন্ত চার ম্যাচে এটা বেনজেমার পঞ্চম গোল। পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন এ তারকা।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago