বেনজেমা-ভিনিসিয়ুসের গোলে জিতল রিয়াল

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাতে মনে হচ্ছিল আরও একবার ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেতে যাচ্ছে দলটি। কিন্তু এরপর তিন মিনিটের ব্যবধানে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ বোঝাপড়ায় দুটি গোল আদায় করে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। তাতে শীর্ষে ফিরে এলো লস ব্লাঙ্কোসরা।
রোববার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
৬১ শতাংশ বল পায়ে রেখে এদিন ১৮টি শট নিয়েছিল রিয়াল। তবে লক্ষ্যে ছিল কেবল ৪টি। অন্যদিকে ১২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে ভ্যালেন্সিয়া।
ম্যাচের শুরুতে অবশ্য রিয়াল চেপে ধরেছিলে স্বাগতিকরা। তবে গোল করার প্রথম সুযোগটা পায় রিয়ালই। একাদশ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফেদে ভালভেরদের শট ঝাঁপিয়ে ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি।
পরের মিনিটেই বড় ধাক্কা খায় ভ্যালেন্সিয়া। চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কার্লোস সলের। আট মিনিট পর আরেক ডিফেন্ডার তনি লাতোও মাঠ ছাড়েন একই কারণে। অবশ্য এর তিন মিনিট পর রিয়ালের দানি কারভাহালও চোট পেয়ে মাঠ ছাড়েন।
২৩তম মিনিটে হ্যাজার্ডের প্রচেষ্টা ব্যর্থ করেন এক ভ্যালেন্সিয়া ডিফেন্ডার। আট মিনিট পর কাসেমিরো দূরপাল্লার শট ঝাঁপিয়ে লুফে নেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। ৪৩তম মিনিটে থিবো কোর্তুয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। ফ্রিকিক থেকে দারুণ হেড নিয়েছিলেন গ্যাব্রিয়েল পাউলিস্তা। তবে ঝাঁপিয়ে ঠেকান রিয়ালের এ বেলজিয়ান গোলরক্ষক।
বিরতি থেকে মাঠে নামার পরপরই অসাধারণ এক সেভ করেন কোর্তুয়া। হুগো দুরোর কোণাকোণি শট পা দিয়ে ঠেকান এ গোলরক্ষক। চার মিনিট পর অনেকটা ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি গেদেস।
তবে ৬৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের ক্রস ঠেকাতে গিয়ে দুরোর পায়ে তুলে দেন ভাসকেস। দারুণ এক কোনাকুনি শটে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের। দুই মিনিট পরই সমতায় ফিরতে পারতো রিয়াল। ডি-বক্স থেকে নেওয়া করিম বেনজেমার শট দারুণ দক্ষতায় ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক। পাঁচ মিনিট পর রদ্রিগোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৮৬তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বেনজেমার পাস থেকে বাঁ প্রান্ত ভিনিসিয়ুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তিন মিনিট পরই এগিয়ে যায় দলটি। এবার ভিনিসিয়ুসের ক্রস থেকে লাফিয়ে হেড করার চেষ্টা করেছিলেন বেনজেমা। তবে কাঁধে লেগে লক্ষ্যভেদ হলে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায় রিয়াল।
Comments