'বেলকে দুয়ো দেওয়া মানে রিয়াল মাদ্রিদকে দুয়ো দেওয়া'
ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মহা তারকারাও যখন পারছিল না, তখন রিয়াল মাদ্রিদ কিনে আনে গ্যারেথ বেলকে। আর তাতেই বাজীমাত। ফুঁড়ায় ১২ বছরের অপেক্ষা। জিতে নেয় টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এক বছর বিরতিতে আরও একটি। প্রতিটি শিরোপা জয়ের অন্যতম নায়ক বেল। অথচ বর্তমান সময়ে সেই খেলোয়াড় যখন মাঠে নামেন রিয়ালের হয়ে, তখন বার্নাব্যুতেও দুয়ো দেয় সমর্থকরা। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না দলটির ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।
গত শনিবার ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৪তম মিনিটে করিম বেনজেমার জায়গায় মাঠে নামেন বেল। তখন থেকেই তাকে দুয়ো দিতে থাকে স্বাগতিক সমর্থকরা। আর এ কারণে হতাশ কাসেমিরো। পরবর্তী ম্যাচে এমন কিছু আর দেখতে চান না এ রিয়াল তারকা।
আগামীকাল ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির মোকাবেলা করার আগে সংবাদ সম্মেলনে তাই আক্ষেপ ঝরে কাসেমিরোর কণ্ঠে, 'যখন একজন খেলোয়াড়কে দুয়ো দেওয়া হয়, তখন আমাদের সকলকেই দুয়ো দেওয়া হয়। আপনি এটা মেনে নিতে পারেন না। আমি এটা পছন্দ করিনি, কারণ বেল ঐতিহাসিক। যখন তার মতো খেলোয়াড়কে দুয়ো দেওয়া হয়, তখন ক্লাবের ইতিহাসকে দুয়ো দেওয়া হয়। আশা করি আগামীকাল এমন কিছু হবে।'
এ নিয়ে অষ্টম মৌসুম রিয়ালের হয়ে খেলছেন বেল। প্রথম মৌসুমে যোগ দিয়েই সর্বোচ্চ ২২টি গোল দিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ১৭৬ ম্যাচে দিয়েছেন ১০৬টি গোল।
এদিকে, চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল। চেলসি কোচ টমাস টুখেলও বিশ্বাস করেন কোনো সুযোগ নেই তাদের। তবে টুখেলের সঙ্গে একমত নন কাসেমিরো, 'আমরা কোনো কিছুই মেনে নিতে পারি না। টুখেল যা ইচ্ছা বলুক। তারা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের সমর্থকদের প্রয়োজন রয়েছে। দলের মূল চাবিকাঠি হচ্ছে, জয় যখন কেউ বিশ্বাস করবে না যেমনটা তারা বলে, শেষ পর্যন্ত, চালিয়ে যায় রিয়াল।'
Comments