'বড় সুযোগ' কাজে লাগানোর দিকে তাকিয়ে বসুন্ধরা কোচ

বসুন্ধরা কিংসের ভাগ্য এখন তাদের নিজেদের হাতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের। সমীকরণ সরল হলেও কাজটা বেশ কঠিন। তাদেরকে মোকাবিলা করতে হবে ভারতের এটিকে মোহনবাগানকে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সবশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। তবে সেই চ্যালেঞ্জ উতরে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এএফসি কাপের আন্তঃজোন সেমিফাইনালে ওঠার দিকে নজর বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোনের।
প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারানোর পর শনিবার দ্বিতীয় ম্যাচে ভারতের আরেক ক্লাব বেঙ্গালুরু এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে 'ডি' গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। এই দুই দলের মধ্যে যে কোনো একটি জায়গা করে নেবে আন্তঃজোন সেমিফাইনালে। গ্রুপের অন্য দুই দল বেঙ্গালুরু ও মাজিয়া ইতোমধ্যে বিদায় নিয়েছে এএফসি কাপ থেকে।
মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ব্রুজোন বলেছেন, শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে শেষ ম্যাচটিকে পরের পর্বে ওঠার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি, 'বসুন্ধরা এখনও লড়াইয়ে টিকে আছে। পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের আরও একটি সুযোগ আমাদের আছে এবং সেই বড় সুযোগটাকে কাজে লাগাতে যাচ্ছি।'
বেঙ্গালুরুর বিপক্ষে প্রথমার্ধে আক্রমণে প্রাধান্য দেখায় কিংসরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও তেজ ছিল তাদের খেলায়। কিন্তু শেষ আধা ঘণ্টায় পাল্টে যায় চিত্র। বসুন্ধরাকে চেপে ধরে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে বেঙ্গালুরু। রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তার পাশাপাশি ক্রসবারের কল্যাণে সেই চাপ সামাল দিয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
বেঙ্গালুরুর বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে ব্রুজোনের মূল্যায়ন, 'আজকের (শনিবার) ফলটা আমাদের জন্য ভালো ছিল। আমরা খুব ভালো খেলেছি। যদিও মনে হতে পারে যে, আমরা শেষ আধা ঘণ্টা বা ওইরকম সময় জুড়ে কিছুটা পিছিয়ে পড়েছিলাম, তবে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি সে বিবেচনায় সমতা ধরে রাখাই আমাদের জন্য সেরা বিকল্প ছিল।'
আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বসুন্ধরা ও মোহনবাগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
Comments