ভাগ্যকেই দুষছেন রিয়াল মাদ্রিদ কোচ

তিন তিন বার প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে গেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডরা। কিন্তু বল পাঠাতে পারলেন না জালে। দুইবার প্রতিহত হলো বারপোস্টে লেগে। এমন ম্যাচে পয়েন্ট হারানোর পর স্বাভাবিকভাবেই ভাগ্যকে দুষছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার রাতে স্তাদিও দি লা কারামিকায় লা লিগা ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে শুরু করা এ দলটি শেষ চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে।

জমজমাট লড়াইয়ের ম্যাচটিতে অবশ্য মাঝ মাঠের দখল কিছুটা বেশি ছিল রিয়ালের। ৫৬ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। শটও নেয় ১৭টি, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু তার গোলের দেখা মিলেনি। অন্যদিকে ৯টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে ভিয়ারিয়াল।

সাম্প্রতিক সময়ে দল গোল না পাওয়ায় ভাগ্যকে দায় দিয়ে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, 'গত কয়েক ম্যাচ ধরেই আমাদের গোলের অভাব রয়েছে। কিছুটা সাফল্য এবং ভাগ্য থাকলে আমরা গোল পেতে পারতাম। আমরা তিনটি ওয়ান অন ওয়ান বল পেয়েছি, ক্রসবারে দুবার আঘাত করেছি...।'

তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন রিয়াল কোচ। কারণ দল পর্যাপ্ত সুযোগ তৈরি করছে। ভালো ফিনিশিং হলে গোল আসবেই বলে বিশ্বাস করেন তিনি, 'আমি দল নিয়ে তখন চিন্তিত হই যখন তারা গোল করার মতো সুযোগ তৈরি করতে পারে না। আমাদের আরও ক্লিনিকাল হতে হবে। প্রথমার্ধে আমি দল নিয়ে চিন্তিত ছিলাম, যখন তারা কিছুটা সময় প্রতিশ্রুতিবদ্ধ ছিল না।'

দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে আগের দিন দারুণ খেলেছেন গ্যারেথ বেল। তারপরও তাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ব্যাপারে নিশ্চিত নন আনচেলত্তি, '(খেলবে কি-না) জানি না। তবে সে সুযোগ পেলে আমাদের ভালো কিছু দিতে পারে। সে গোল করতে পারে, অনেক বিপজ্জনকও হয়ে উঠতে পারে।'

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL in the area

Now