ভেনেজুয়েলাকে হারিয়ে টানা নবম জয় ব্রাজিলের

ফাইল ছবি

ম্যাচের প্রায় শুরুতেই ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ভেনেজুয়েলা। সে লিড দলটি ধরে রেখেছিল ৭১ মিনিট পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে তিনটি গোল আদায় করে জয় তুলে নেয় ব্রাজিলই। ফলে বাছাই পর্বে টানা নবম জয় পেল বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি।

ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় সকালে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে এরিক রামিরেজের গোল পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ও আন্তনির গোলে জয় নিশ্চিত করে দলটি।

এদিন মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলেরই। ৬৭ শতাংশ সময় বলের দখল ছিল তাদের। শট নেয় ১২টি। যার ৫টি ছিল লক্ষ্যে। তবে খুব একটা পিছিয়ে ছিল না ভেনেজুয়েলাও। ৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেছিল দলটি।

এদিন মূলত রাফিনহার নৈপুণ্যে জয় পায় ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে সুবিধা করে উঠতে না পারায় দ্বিতীয়ার্ধে এভারটন রিবেইরোর জায়গায় এ লিড ইউনাইটেড তারকাকে মাঠে নামান তিতে। তাতেই বদলে যায় চিত্র। দুটি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। অপর গোলের উৎসও ছিলেন তিনি।

তবে ম্যাচের একাদশ মিনিটে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেয় স্বাগতিকরা। ইয়াফারসনের দারুণ কাটব্যাকে একেবারে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়ে যান এরিক রামিরেজ। দেখে শুনে দ্বিতীয় পোস্ট ঘেঁষে হেড নিয়ে লক্ষ্যভেদ করতে কোনো ভুল হয়নি এ ডায়নামো কিয়েভ ফরোয়ার্ডের। তবে ১০ মিনিট পরই সমতায় ফিরতে পারতো ব্রাজিল। এভারটনের শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বারপোস্টে লেগে ফিরে।

৭১তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। রাফিনহার নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনহোস। ৮৫তম মিনিটে গ্যাব্রিয়েলের সফল স্পটকিকে এগিয়ে যায় দলটি। ডি-বক্সের মধ্যে তাকে অস্কার গঞ্জালেজ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। দানিলোর বাড়ানো বল থেকে ডি-বক্সে দারুণ এক কাটব্যাক করেন রাফিনহা। আলতো টোকায় বল জালে জড়ান বদলি খেলোয়াড় আন্তনিও।

এ জয়ের ৯ ম্যাচের সব জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা ভেনেজুয়েলার সংগ্রহ ৪ পয়েন্ট। আছে তালিকার তলানিতে।

Comments

The Daily Star  | English

Over 14 million people could die from US foreign aid cuts: study

USAID had provided over 40 percent of global humanitarian funding until Trump returned to White House

26m ago