ভেনেজুয়েলায় আর্জেন্টিনা দল, মেসির জন্য অপেক্ষা

কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের ম্যাচ খেলতে ইতোমধ্যেই ভেনেজুয়েলা পৌঁছেছে আর্জেন্টিনা দলের একটি বড় অংশ। তবে এ দলের সঙ্গে এখনও যোগ দেননি লিওনেল মেসিসহ বেশ কিছু তারকা খেলোয়াড়। তবে মঙ্গলবার তারাও দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক শীর্ষস্থানীয় আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

১০ দিনের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দুদিন আগেই আর্জেন্টিনার স্থানীয় খেলোয়াড়রা পৌঁছেছেন ভেনেজুয়েলায়। তবে লোকাল ফুটবলের ম্যাচ থাকায় রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি ও হুলিয়ান আলভারেজ দি রিভার তখন যোগ দেননি। আগের দিন সোমবার এ দুই খেলোয়াড়ও যোগ দিয়েছেন দলের সঙ্গে।

তবে মূল আলোচনা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের নিয়ে। আগের দিন পৌঁছেছেন এ লিগের খেলোয়াড়রাও। এস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং টটেনহ্যাম হটস্পার্সের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো দেশে না গিয়ে সরাসরি যোগ দেন ভেনেজুয়েলার ক্যাম্পে।

তবে আগের দিন রাঁসের বিপক্ষে ম্যাচ থাকায় এখনও যোগ দিতে পারেননি মেসি। তার সঙ্গে একই ক্লাবে লিয়েন্দ্রো পারাদেস ও আনহেল দি মারিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে আজই। ইতোমধ্যেই প্যারিস ছেড়েছেন তারা। রাতি দলের সঙ্গে যোগ দিবেন বলে জানিয়েছেন টিওয়াইসি।

আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন মেসি, পারাদেস ও দি মারিয়া। এরপর ৫ সেপ্টেম্বর ব্রাজিল ও ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মোকাবেলা করবে দলটি। 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

55m ago