মপেঁলিয়ের বিপক্ষেও মেসিকে পাচ্ছে না পিএসজি

হাঁটুর চোটের কারণে মেতজের বিপক্ষে ছিলেন না চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া লিওনেল মেসি। প্রত্যাশা ছিল মপেঁলিয়ের বিপক্ষে খেলবেন এ আর্জেন্টাইন। কিন্তু মাঠে নামার জন্য অপেক্ষা বাড়ছে তার। সে ম্যাচেও মেসিকে পাচ্ছে না পিএসজি।
মেসির ইনজুরির কথা মেতজের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায় প্যারিসের ক্লাবটি। হাঁটুর পর্যবেক্ষণের পর ৪৮ ঘণ্টা সময় নিয়েছিলেন তারা। সে পর্যবেক্ষণ শেষেও আশানুরূপ ফলাফল মিলেনি। আগামী রোববার ফের পরীক্ষার পর জানা যাবে তার অবস্থা।
অবশ্য আজ শুক্রবার রানিং শুরু করেছেন মেসি। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ। দলীয় অনুশীলন শুরু করার আগে আরও একটি পরীক্ষা করবে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষেই মাঠে ফিরবেন বলে আশা করছে দলটি।
গত সপ্তাহে লিগ ওয়ানে অলিম্পিক লিঁর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে ৭৫তম মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে। সে সময় ম্যাচে ১-১ গোলে সমতা ছিল। তারপরও আসন্ন ইনজুরির কথা ভেবেই তাকে আগেভাগে তুলে নিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো।
চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব ব্রজের বিপক্ষেই কেবল পুরো ৯০ মিনিট খেলতে পেরেছেন। তবে এখনও জালের দেখা মিলেনি তার।
Comments