মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল

ইনজুরি থেকে ফিরে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। পরে আরও একটি দারুণ গোল পান মার্কো আসেনসিও। অসাধারণ কিছু সেভ করলেন গোলরক্ষক থিবো কোর্তুয়া। তাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদই।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতছে স্বাগতিকরা।

টানা সপ্তম জয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাতলেতিকো।

এদিন ম্যাচের শুরু থেকেই জমাট রক্ষণ ধরে রেখে আক্রমণ করতে থাকে রিয়াল। ৬১ শতাংশ সময় বলের দখল থাকে তাদের নিয়ন্ত্রণে। তবে আক্রমণ কিছুটা বেশি করে অ্যাতলেতিকো। ৯টি শটের ৬টি লক্ষ্যে রেখেও গোল পায়নি কোর্তুয়ার নৈপুণ্যে। অন্যদিকে ৭টি শটের ৩টি লক্ষ্যে রেখে ২টি গোল আদায় করে নেয় রিয়াল।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে রিয়ালকে দুর্দান্ত গোলে এগিয়ে দেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে বল বাড়ান আসেনসিও। বল ধরে ফাঁকায় থাকা বেনজেমাকে দারুণ এক কাটব্যাক করেন এ ব্রাজিলিয়ান। তবে তারচেয়েও চমৎকার এক সাইডভলিতে বল জালে পাঠান বেনজেমা। লিগে ১৬ ম্যাচে এটা তার ১৩তম গোল।

৩৫তম মিনিটে গোল পেতে পারতো সফরকারীরা। ফ্রি কিক দারুণ এক শট নিয়েছিলেন আঁতোয়ান গ্রিজমান। ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় তার শট ঠেকান কোর্তোয়া। দুই মিনিট পর পাল্টা আক্রমণে দুরূহ কোণ থেকে ভালো শট নিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে তার শট কর্নারের বিনিময়ে ঠেকান আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জোয়াও ফেলিক্স জোরালো শট রাখতে না পাড়ায় সহজেই ধরে ফেলে কোর্তুয়া। পরের মিনিটে দুর্দান্ত এক সেভ করেন এ বেলজিয়ান গোলরক্ষক। ম্যাথিউস কুনহার শট পা দিয়ে ঠেকান এ গোলরক্ষক।

৫৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্তে ফাঁকায় থাকা আসেনসিওকে বল বাড়ান ভিনিসিয়ুস। বল ধরে কোনাকুনি শটে জালে পাঠান এ স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে ফেরলান্দ মেন্দির ক্রসে পা ছোঁয়াতে পারলে গোল পেতে পারতেন ভিনিসিয়ুস। ম্যাচের যোগ করা সময়ে জোয়াও ফেলিক্সের জোরালো শট কোর্তুয়ার মাথায় লেগে ফিরে আসলে ব্যবধান কমেনি। ফলে টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকেই মাঠ ছাড়ে রিয়াল।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago