মালয়েশিয়ার জালে বাংলাদেশের ৬ গোল

র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। শক্তির বিচারেও ছিল বেশ এগিয়ে। কিন্তু মাঠে কি-না সেই দলটিকে রীতিমতো নাকানিচুবানি দিয়ে ছাড়ল বাংলাদেশ। দুটি শট বারপোস্টে লেগে ফিরে না আসলে কিংবা আর ফরোয়ার্ডরা আরও কিছুটা নিখুঁত হলে ব্যবধান বড় হতে পারতো আরও। তারপরও শক্তিশালী দলটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন আঁখি খাতুন। একটি করে গোল পেয়েছেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। গোল তুলে নিতেও খুব বেশি সময় নেয়নি দলটি। নবম মিনিটে মারিয়া মান্ডার কর্নার গোলরক্ষক আজুরিন বিনতে মাজলান ঠিকভাবে ক্লিয়ার করতে না পারলে গোলমুখ ফাঁকায় বল পেয়ে যান আঁখি। আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি।

২৬তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে স্বপ্নার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সাবিনা। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। ছোট করে কর্নারে সাবিনার ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন আঁখি।

বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। এবার গোল পান স্বপ্না। মাশুরার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকায় থাকা স্বপ্নাকে ক্রস দেন সাবিনা। বাকি সহজেই করেন স্বপ্না।

৬৬তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন মনিকা। ডান প্রান্ত দূরপাল্লার দারুণ এক ভলি করেন সাবিনা। গোলরক্ষক লাফিয়ে উঠে ঠেকানোর চেষ্টায় ব্যর্থ হন। তবে গোলমুখ থেকে বল থেকে ঠেকান প্রতিপক্ষ এক খেলোয়াড়। তা থেকে সৃষ্টি হয় এক জটলা। সেই জটলা থেকে বল পেয়ে কোণাকোণি এক শটে লক্ষ্যভেদ করেন মনিকা। 

এরপর অবশ্য তরুণদের বাজিয়ে দেখতে দলের সেরা তারকাদের উঠিয়ে নেন কোচ ছোটন। এমনকি গোলরক্ষকও। তাতেও কমেনি বাংলাদেশের আক্রমণ। ৭৪তম মিনিটে গোল পান অভিজ্ঞ ফরোয়ার্ড কৃষ্ণাও। তবে এ গোলে দারুণ অবদান ঋতুপর্ণার। বা প্রান্ত থেকে অসাধারণ এক ক্রস করে। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান কৃষ্ণা।

২০১৭ সালে সবশেষ মোকাবেলায় মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের মধুর প্রতিশোধ নিল দলটি। আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago