মেসিকে ছাড়া বার্সেলোনা ভাবতেই পারছেন না মুলার

লিওনেল মেসিকে যেমন বার্সেলোনার ঘরের ছেলে ভাবা হয়, ঠিক তেমনি বায়ার্ন মিউনিখের ঘরের ছেলে টমাস মুলার। চ্যাম্পিয়ন্স লিগের বদৌলতে শুরুতেই মুখোমুখি হচ্ছে বায়ার্ন ও বার্সেলোনা। কিন্তু সেখানে বায়ার্নের ঘরের ছেলে থাকলেও নেই বার্সেলোনার। চলতি মৌসুমেই বার্সেলোনা ছাড়তে হয়েছে মেসিকে। আর এ আর্জেন্টাইন তারকাকে ছাড়া বার্সেলোনার সঙ্গে লড়াই যেন ভাবতেই পারছেন না মুলার।
প্রায় ২১ বছর বার্সেলোনায় খেলেছেন মেসি। এ সময়ে অনেকবার বায়ার্নের বিপক্ষে খেলেছে কাতালানরা। সে লড়াইয়ে কখনো জিতেছেন তারা, আবার কখনো বায়ার্ন। তবে সবশেষ লড়াইয়ে ৮-২ গোলের জয়ে নিজেদের মধ্যকার দ্বৈরথটা যেন ভিন্ন মাত্রা পেয়েছে। সমর্থকদের আগ্রহও অনেক। কিন্তু মেসি না থাকায় তাতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তাদের বিপক্ষে আগের মতো অনুপ্রেরণা পাচ্ছেন না মুলারও।
সম্প্রতি মুন্দো দিপার্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ জার্মান তারকাকে মেসি ছাড়া বার্সেলোনার বিপক্ষে লড়াই প্রসঙ্গে বলেছেন, 'সাধারণভাবে, এটি লজ্জাজনক যে তিনি সেখানে নেই। আপনি যদি এমন একটা দলের বিপক্ষে খেলেন যেখানে লিও মেসি আছে, এটা এমন কিছু যা প্রত্যেককে অতিরিক্ত অনুপ্রেরণা দেয় কারণ আমরা জানি যে তিনি কী অর্জন করেছেন।'
তবে মেসি ছাড়াও যে বার্সেলোনা ভালো কিছু করতে পারে তা মানেন মুলার। সেক্ষেত্রে কাতালানরা হয়তো আগের চেয়ে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলতে পারে বলে মনে করেন এ ফরোয়ার্ড, 'এটা স্বীকার করতে হবে, আসলে আমি বার্সেলোনাকে মূল্যায়ন করতে পারছি না। সন্দেহ নেই, মেসি ছাড়াও তারা আলাদা দল হবে। মেসি ছাড়া তাদের আরও বেশি রক্ষণাত্মক থাকার সম্ভাবনা থাকবে। আমি জানি না আমাদের জন্য কী অপেক্ষা করছে। যাই হোক না কেন, এটি একটি দুর্দান্ত স্টেডিয়াম এবং একটি দুর্দান্ত ক্লাব।'
আগামীকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে নামছে বায়ার্ন। দুটি দলই গত মৌসুমে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল। তবে মেসিকে হারানোর পর আতোঁয়ান গ্রিজমানকেও হারিয়েছে বার্সা। তাই স্বাভাবিকভাবেই শক্তি অনেকটাই হারিয়েছে দলটি।
Comments