মেসিকে বার্সেলোনায় ফিরে পেতে চান আলভেস

পাঁচ বছরের বেশি সময় পর বার্সেলোনায় ফিরলেও পুরনো সতীর্থ লিওনেল মেসিকে দলে পাননি দানি আলভেস।
ছবি: এএফপি

পাঁচ বছরের বেশি সময় পর বার্সেলোনায় ফিরলেও পুরনো সতীর্থ লিওনেল মেসিকে দলে পাননি দানি আলভেস। কারণ, কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন এই তারকার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না আলভেস। তার চাওয়া, বার্সার হয়েই মেসি যেন শেষ করেন নিজের ফুটবল ক্যারিয়ার। ক্লাব কর্মকর্তাদের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

প্রথম দফায় আট বছর (২০০৮ থেকে ২০১৬ সাল) বার্সেলোনায় ছিলেন আলভেস। জুভেন্টাস, পিএসজি ও সাও পাওলো ঘুরে তিনি আবার ফিরেছেন স্প্যানিশ লা লিগার দলটিতে। কিন্তু গত নভেম্বরে যখন তাকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয় বার্সা, এর কয়েক মাসে আগেই ক্যাম্প ন্যুতে অতীত হয়ে গেছেন মেসি। গত অগাস্টে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে। তাই ৩৪ পেরিয়ে যাওয়া মেসির বার্সার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বার্সায় থাকাকালে মেসি ও আলভেসের মধ্যে বোঝাপড়া ছিল চমৎকার। মেসির অনেক গোলের যোগানদাতা ছিলেন আলভেস। প্রতিপক্ষ ক্লাবগুলোকে বহুবার ভুগিয়েছে তাদের জুটি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী জাতীয় দলের হয়ে খেললেও তাদের বন্ধুত্বটা এখনও অটুট। দ্বিতীয় দফায় বার্সায় যোগ দিয়ে মেসিকে দেখতে না পাওয়াটা অস্বাভাবিক ঠেকছে আলভেসের কাছে। স্প্যানিশ গণমাধ্যম কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার তিনি বলেছেন, 'মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। এখানে (বার্সেলোনায়) থাকা এবং তাকে না দেখা, দলে তার না থাকাটা অদ্ভুত ব্যাপার।'

২০১৬ সালে তার বার্সা ছাড়ার সময় মেসির বলা একটি কথার প্রসঙ্গ টেনে আলভেস যোগ করেছেন, 'কখনও কখনও আমরা যেমন স্বপ্ন দেখি, তেমন কিছু ঘটে না। আমি ইতোমধ্যেই তাকে বলেছি যে সে এর চেয়ে ভালো কোনো জায়গা আর পাবে না। আমি চলে যাওয়ার সময় আমাকেও সে একই কথা বলেছিল।'

মেসি যেন বার্সেলোনাতেই তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারেন, সেটা ক্লাবকে নিশ্চিত করতে বলেছেন ৩৮ বছর বয়সী আলভেস, 'মেসি যদি এখানেই তার ক্যারিয়ার শেষ করে, তবে এটা খুব ভালো হবে। এখানে শেষ করাটা তার জন্য একটি বড় উপহার হবে এবং ক্লাব এই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করতে পারে।'

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

1h ago