মেসিদের জার্সির মূল্য কতো? পাওয়া যাবে কোথায়?

নানা কাণ্ডের পর অবশেষে আগের দিন শুক্রবার উন্মোচিত হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। কাতার বিশ্বকাপে এ জার্সি পরে খেলবেন লিওনেল মেসিরা। তবে আলোচনা এ জার্সির মূল্য কতো? আর কোথায় পাওয়া যাবে তাদের জার্সি?

কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার জার্সি অবশ্য দেখতে অনেকটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মতোই। গলার কাছে সেই বিশ্বকাপের মতো থাকছে কালো বর্ডার। মিল আছে কলারেও। এমনকি অ্যাডিডাসের লোগোও দেওয়া হয়েছে একই ধাঁচে।

তবে কিছুটা পার্থক্য আছে স্ট্রাইপে। সামনের ভাগে রয়েছে তিনটি আকাশী নীল ও দুটি সাদা স্ট্রাইপ। পেছনে তিনটির জায়গায় নীল রঙের স্ট্রাইপ রয়েছে দুটি। মাঝের নীল স্ট্রাইপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে। মাঝামাঝি অবস্থানে আকাশী-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে।

জার্সির রকম ভেদে মূল্যেও রয়েছে বেশ পার্থক্য। উন্নত পাফার সংস্করণের জন্য এর মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৫০ টাকা। যদি জার্সিতে মেসি নাম ও নম্বর লিখে নিতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে ১৩ হাজার ১৪০ টাকা।

মেয়েদের জার্সির মূল্য অবশ্য কিছুটা কম। ১০ হাজার ২১০ টাকা প্রতিটি। শিশুদের জন্য প্রতিটি জার্সির মূল্য ৯ হাজার ৪৯০ টাকা। খেলোয়াড়দের সংস্করণ অবশ্য এখনও বের করা হয়নি। প্রতিটি শর্টসের মূল্য ৬ হাজার ৫৭০ টাকা। স্টকিংস এখনও বিক্রয়ের জন্য নয়।

জার্সি পাওয়া পাবে অ্যাডিডাস ও এএফএর নির্ধারিত শোরুমে। এছাড়াও অনলাইনেও বিক্রি করবে তারা। তবে নতুন ইউজারদের জন্য বিশেষ ছাড়ের ভাবনায় রয়েছে অ্যাডিডাস। ১৫ শতাংশ ছাড় দিতে পারে নতুন রেজিস্ট্রেশন করা ভক্তদের জন্য। এছাড়া সুদহীন ছয় মাসের কিস্তিতে বিক্রির ভাবনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

7h ago