মেসির অভিষেক, রাঁসের উল্লাস ও এরেরার মজা

অবশেষে লিগ ওয়ানে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। রাঁসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন এ আর্জেন্টাইন তারকা। তার মাঠে নামার সে ছবিই এখন সামাজিকমাধ্যম হতে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে। আর তাই নিয়েই মজা করেছেন তার সতীর্থ এন্দের এরেরা।
ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মেসি যখন মাঠে নামেন একই সঙ্গে তখন মাঠে নামেন এরেরাও। জিওর্জিনো উইনালডামের বদলি নামেন তিনি। তাই স্বাভাবিকভাবেই মাঠে নামার জন্য মেসির সঙ্গে একত্রে দাঁড়িয়েছিলেন এরেরা। আর দৃশ্যই ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। উঠে আসে সংবাদমাধ্যম হতে শুরু করে সামাজিকমাধ্যমেও।
আর এ বিষয়টি নিয়েই মজা করেন এরেরা। কারণ বেশ কিছু ছবিতে মেসির চেয়ে বেশি ফোকাসে ছিলেন তিনি। ভাবখানা এমন যেন তার বদলি নামাতেই এতো সব আয়োজন। সামাজিকমাধ্যমে মজা করে তাই তিনি লিখেছেন, 'বদলি নামার সময় এতটা প্রশংসা কখনোই পাইনি।'
৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার এরেরা পিএসজিতে যোগ দিয়েছেন দুই মৌসুম আগে। তার অভিষেকটাও হয়েছিল বদলি নেমেই। বর্তমানে বেশির ভাগ ম্যাচেই বেঞ্চ থেকে নামতে হয় তাকে। তখন প্রচার না পেলেও মেসির সুবাদে এবার ঠিকই পেলেন এ স্প্যানিশ তারকা।
এদিকে প্রতিপক্ষ হিসেবে নামলেও মেসির অভিষেকে যেন খুশির বন্যা বয়ে যায় রাঁস সমর্থকদের মাঝে। মেসি মাঠে নামার সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা। ৫৭তম মিনিটে বেঞ্চ থেকে উঠে এসে যখন ওয়ার্মআপ শুরু করেন তখন থেকেই উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে।
ম্যাচে শেষে মেসির সঙ্গে নিজের ছেলের ছবি তুলতেও দেখা যায় রাঁস গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচকে। খেলা শেষ হওয়ার পর নিজের ছেলেকে কোলে নিয়ে মোবাইল হাতে মেসির দিকে আসেন তিনি। অনেকেই ভেবেছিলেন হয়তো সেলফি তুলবেন তিনি। কিন্তু ছেলেকে মেসির কোলে দিয়ে ছবি তোলেন এ গোলরক্ষক।
Comments