মেসির দৃষ্টিতে লা লিগা ও লিগ ওয়ানের ৩ পার্থক্য

পিএসজিতে যোগ দিয়েছেন মাস দুয়েক হতে চলল। তবে এখন পর্যন্ত লিগ ওয়ানে কেবল মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিওনেল মেসি। তাই নতুন অঙ্গনের ব্যাপারটা এখনও খুব ভালো করে বুঝতে পারছেন না তিনি। তারপরও প্রাথমিক অভিজ্ঞতায় লা লিগার সঙ্গে লিগ ওয়ানের পার্থক্য কিছুটা হলেও টের পেয়েছেন এ আর্জেন্টাইন।

বার্সেলোনার হয়ে মেসি খেলেছেন ২০ বছরেরও বেশি সময়। লম্বা এ সময়ে ক্লাবটির মধ্যমণি হয়েই ছিলেন। একের পর এক রেকর্ড গড়ে লা লিগার অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে এতো বছর পর পিএসজিতে যোগ দেওয়ার পর নতুন ক্লাবের শুরুটা রূপকথার মতো হয়নি। প্রথম পাঁচ ম্যাচে গোল মাত্র একটি। অ্যাসিস্টও নেই।

লিগ ওয়ান যে এতোটা সহজ হবে না তা বুঝতে পেরেছেন মেসি। যে গোলটা পেয়েছেন মেসি, সেটাও এসেছে প্রিয় ইংলিশ প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে। যদিও মঞ্চটা বড়। চ্যাম্পিয়ন্স লিগের আসর। কিন্তু লিগ ওয়ানে এখনও সংগ্রাম করতে হচ্ছে তাকে। এরমধ্যেই হারের তিক্ত স্বাদ পেয়েছেন।

এই স্বল্প অভিজ্ঞতার মধ্যেই দুই লিগের মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয় মেসির কাছে। লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তরে মেসি বলেছেন, 'আমি এখানে খুব লম্বা সময় ধরে আসিনি। আমি সবে মাত্র কিছু ম্যাচ খেলেছি। তাই এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। তবে প্রথম নজরে মনে হয়েছে, এটি এমন একটি লিগ যা লা লিগার চেয়ে অনেক বেশি শারীরিক।'

'এখানে, দলগুলোকে আরও শক্তিশালী বলে মনে হচ্ছে এবং অল্প জায়গাতে ম্যাচগুলোও খুব তীব্র হয়।'

'এখানকার বেশিরভাগ খেলোয়াড়ই খুব শক্তিশালী। তবে লিগ ওয়ানের সম্পূর্ণ বিশ্লেষণ দেওয়া আমার জন্য এখনও একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ম্যাচ দেখা এক জিনিস এবং মাঠে থাকা অন্য জিনিস।'

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

10m ago