মেসির সমালোচনায় ফরাসি গণমাধ্যম

lionel messi
২৫ মিনিট আগে তাকে উঠিয়ে নেওয়ায় কোচ মাউরিসিও পচেত্তিনোর দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

ঘরের মাঠে অলিম্পিক লিঁওর বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। স্বস্তির জয় মিললেও সে ম্যাচ নিয়ে সমালোচনার শেষ নেই। বিশেষ করে সময়ের সেরা তারকা লিওনেল মেসির সমালোচনায় মেতেছে ফরাসি গণমাধ্যম। মেসিকে সরিয়ে ফেলার সময় তার অভিব্যক্তি মেনে নিতে পারছে না তারা।

রোববার রাতে পার্ক দি প্রিন্সেসে অলিম্পিক লিঁওর বিপক্ষে নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির আক্রমণভাগের শুরুর একাদশে ছিলেন মেসি। তবে ম্যাচের ৭৫তম মিনিটে তাকে বদল করে আশরাফ হাকিমিকে নামিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। কিন্তু কোচের এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন মেসি। মাঠ ছাড়ার সময় তার অভিব্যক্তিই সব বলে দেয়।

আর মেসির এমন অভিব্যক্তির কারণে ব্যাপক সমালোচনা করেছে বেশ কিছু ফরাসি সংবাদমাধ্যম। সাবেক বার্সেলোনা অধিনায়কের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করে লা পার্সিয়ান এ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে 'অন্তর্মুখী' বলে আখ্যা দিয়েছেন।

সংবাদে তারা লিখেছেন, 'প্যারিসে তার (মেসি) সময় প্রত্যাশার চেয়ে জটিল হবে। সে নির্জীব হয়ে পড়ছে। তার মাথা নিচু এবং নিচুতেই ছিল। সে মাঠে হেঁটে বেড়িয়েছে এবং ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি।'

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব একটা গুরুতর না হলেও হাঁটুতে ছোট চোট পেয়েছেন মেসি। যদিও এ বিষয়ে পিএসজি থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে মেসিকে সরিয়ে নেওয়ার পর কোচ পচেত্তিনো বলেছিলেন, 'ভবিষ্যতের সম্ভাব্য চোটের চিন্তা করেই আমরা মেসিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমাদের আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং সে সকল ম্যাচের জন্য আমাদের তাকে রক্ষা করতে হবে।'

আগামী বুধবার মেতজের মাঠে নামছে পিএসজি। সংবাদ অনুযায়ী, সে ম্যাচের শুরুর একাদশে নাও থাকতে পারেন মেসি। মূলত কঠিন সূচির কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারেন পচেত্তিনো। কারণ ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১০ দিনে চারটি ম্যাচ খেলবে দলটি।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

24m ago