মেসি ছাড়াও বার্সেলোনা ভালো দল: বায়ার্ন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতেই হাই ভোল্টেজ ম্যাচ। গ্রুপ 'ই'তে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। কিন্তু দলের সেরা তারকা লিওনেল মেসিকে হারিয়ে শক্তি অনেকটাই কমেছে বার্সেলোনার। তাতে ম্যাচের জৌলুসও অনেকটাই কমেছে। কিন্তু এমন কিছু মনে করছেন না বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নিগেলসমান। মেসিকে ছাড়া বার্সেলোনা খুব বেশি খারাপ মনে হচ্ছে না এ জার্মান কোচের।
তবে এ মৌসুমে শুধু মেসিকেই হারায়নি বার্সেলোনা, সঙ্গে আরেক তারকা আতোঁয়ান গ্রিজমানকেও হারিয়েছে তারা। মূলত আর্থিক ঘাটতির কারণে সেরা দুই তারকাকে ছেড়ে দিতে হয়েছে দলটিকে। যদিও ফ্রি এজেন্ট হিসেবে একাধিক খেলোয়াড় সাইনিং করিয়েছে দলটি। কিন্তু বাস্তবতা হলো শক্তি-সামর্থ্যের ব্যাপারে তারা অনেক পিছিয়ে। তাই বাভারিয়ানদের বিপক্ষে ম্যাচটা ঘরের মাঠে হলেও ফেভারিটের তকমা থাকছে বায়ার্নেরই।
বায়ার্ন কোচ অবশ্য ভিন্ন কিছুই ভাবছেন। মেসিকে ছাড়াও বার্সেলোনা বেশ শক্তিশালী বলেই মনে করেন তিনি। বার্সার বিপক্ষে ম্যাচ খেলতে জার্মানি ছাড়ার আগে এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'তারা মেসির মতো অসাধারণ কাউকে আর পায়নি, কিন্তু তাদের অন্য খেলোয়াড় আছে যারা একটি পার্থক্য গড়ে দিতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমি মনে করি না যে তারা এখন অনেক বেশি খারাপ।'
আর ফেভারিটের বিষয়টি কেবল মিডিয়ার সৃষ্টি বলেই জানান নিগেলসমান। তবে প্রতিপক্ষ তাদের সেরা তারকাদের হারানোয় অনুপ্রেরণাটা তাদেরই বেশি থাকবে তা মেনে নিয়েছেন এ কোচ, '(আমরা) ফেভারিট হই বা ফেভারিট না হই এটা সবসময় মিডিয়ার বিষয়। দুটি বিশ্বমানের ক্লাব মুখোমুখি হচ্ছে। একদিকে, নির্দিষ্ট দিনের ফর্মই সিদ্ধান্ত নেবে, কিন্তু অন্যদিকে, প্রেরণা - এবং আমাদের পক্ষেই অত্যন্ত উচ্চ স্তরে থাকবে।'
আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন। গত মৌসুমে এ দুটি দলই পিএসজির কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল।
Comments