মেসি-নেইমারকে ছাড়াই জিতে চলেছে পিএসজি

পিএসজিতে অভিষেকের অপেক্ষা বাড়ছেই লিওনেল মেসির। দলের আরও একটি ম্যাচে দর্শক ছিলেন তিনি। তার মতো দর্শক ছিলেন আরেক তারকা নেইমারও। কিন্তু এ তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি টের পায়নি দলটি। ব্রেস্তের বিপক্ষে দারুণ এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লা পার্সিয়ানরা।
শুক্রবার স্তাদে ফ্রান্সিস-লা ব্লাতে লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, আন্দের এরেরা ও ইদ্রিসা গুয়ে।
শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা পিএসজি ম্যাচের ৩৬ মিনিটেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু দারুণ লড়াই করে দুটি গোল করে ব্রেস্ত। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি। রোমাঞ্চকর লড়াই শেষে জয় পায় সফরকারী দলটিই।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম ২০ মিনিটেই তিনটি গোল করার মতো সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু গোলরক্ষকের অসাধারণ সেভ ও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। কাঙ্ক্ষিত গোলটি আসে ২৩তম মিনিটে। যদিও ভাগ্য সহায়তা করে তাদের। এমবাপের ক্রস স্বাগতিকদের একজনের মাথায় লেগে ফাঁকায় থাকা এরেরার কাছে বল চলে যায়। জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন এ স্প্যানিশ তারকা।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। হাকিমির হেড থেকে ডি বক্সে বল পেয়ে লক্ষ্যে শট নিয়েছিলেন জর্জিনিও উইনালডাম। ব্রেস্তের এক খেলোয়াড়ের লেগে প্রতিহত হলে ফিরতি বলে দারুণ এক হেডে বল জালে পাঠান এমবাপে। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।
ছয় মিনিট পর ম্যাচে ফিরে আসে ব্রেস্ত। অনেকটা ধারার বিপরীতে পাল্টা আক্রমণ থেকে গোল পায় তারা। রোমাঁ ফেভারের অসাধারণ ব্যাক হিল থেকে বল পান ফ্রান্সিক হোরোরাত। কোনাকুনি শটে বল জালে পাঠান এ ফরাসি মিডফিল্ডার।
৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় পিএসজি। মাঝ মাঠ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে দূরপাল্লার আচমকা শটে ব্যবধান বাড়ান গুয়ে। ১২ মিনিট পর আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে স্বাগতিকরা। ফেভারের আরও একটি ক্রস এবার জাল খুঁজে নেন স্টিভ মুনিয়ে।
ব্যবধান কমিয়ে আরও উজ্জীবিত হয়ে যায় ব্রেস্ত। সমতায় ফিরতে পিএসজিকে চেপে ধরে তারা। কিন্তু অলআউট খেলতে গিয়ে ৯০তম মিনিটে আরও একটি গোল হজম করে দি মারিয়া। হাকিমির সঙ্গে দেওয়া নেওয়া করে চমৎকার লবে জালে পাঠান এ আর্জেন্টাইন মিডফিল্ডার।
Comments