মেসি-রোনালদোর রাজত্ব আগের মতো নেই, বললেন বেনজেমা

messi ronaldo
ছবি: এএফপি

ব্যালন ডি'অর জয়ের দৌড়ে গত এক যুগ ধরে রাজত্ব ছিল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। সেই পরিস্থিতি বদলে গেছে বলে মনে করছেন করিম বেনজেমা। পাশাপাশি মর্যাদাপূর্ণ পুরস্কারটি জয়ে নিজের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার।

সবশেষ ১২টি ব্যালন ডি'অরের মধ্যে ১১টি জিতেছেন মেসি ও রোনালদো। পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির ঝুলিতে গেছে রেকর্ড ছয়টি, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো স্বাদ নিয়েছেন পাঁচটির। ২০১৮ সালে তাদের দুজনকে পেছনে ফেলে সম্মাননাটি জিতেছিলেন রিয়ালের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। আর গত বছর করোনাভাইরাসের কারণে ব্যালন ডি'অর বাতিল হলেও এগিয়ে রাখা হচ্ছিল বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। এবারও মিলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। মেসি-লেভানদভস্কি-বেনজেমার পাশাপাশি আছেন জর্জিনহো-এনগোলো কান্তের মতো তারকা।

সাম্প্রতিক সময়ে ব্যালন ডি'অর জয়ের লড়াই কেবল আর মেসি-রোনালদোর মধ্যে সীমাবদ্ধ নয় বলে মত বেনজেমার। শনিবার স্বদেশি গণমাধ্যম লেকিপকে তিনি বলেছেন, 'আগের ১০-১২ বছর লড়াইয়ে ছিলেন কেবল মেসি ও রোনালদো। তারা এমন একটা পর্যায়ে ছিলেন যে তাদেরকে ছাপিয়ে যাওয়ার মতো কেউ ছিল না বললেই চলে। কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গেছে। তাদেরকে অতিক্রম করে না গেলেও অনেক খেলোয়াড়ই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে।'

গত মৌসুমটা দারুণ কেটেছে ৩৩ বছর বয়সী বেনজেমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমেও রিয়ালের হয়ে নিয়মিত গোলের দেখা পাচ্ছেন তিনি। আগামী নভেম্বরে নাম ঘোষণা করা হবে ২০২১ সালের ব্যালন ডি'অর বিজয়ীর। সেখানে অন্যতম প্রতিযোগী হিসেবে আছেন বেনজেমা।

রিয়ালের হয়ে এক যুগের বেশি সময় পার করে দিয়েছেন বেনজেমা। স্প্যানিশ পরাশক্তিদের হয়ে ব্যালন ডি'অর জেতার লক্ষ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি এটার ব্যাপারে চিন্তা করতে পারেন। কিন্তু মোহাচ্ছন্ন হয়ে পড়লে চলবে না কারণ তখন আপনি কেবল এককভাবে দ্যুতি ছড়ানোর এবং নিজের জন্য গোল করার চেষ্টা করবেন। যদি আপনি এটা জিততে চান, তাহলে সেটা হবে আপনার স্বকীয়তা এবং পিচে আপনার নৈপুণ্যের জন্য।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

4h ago