ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলেন র্যাংনিক
গুঞ্জনটা আগেই ছিল। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রালফ র্যাংনিক। কাজের ভিসার শর্ত সাপেক্ষে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ম্যানেজার হিসেবে র্যাংনিককে নিয়োগ দিয়েছে দলটি।
গত ২১ নভেম্বর ওয়াটফোর্ডের মাঠে বিধ্বস্ত হওয়ার পর কোচ ওলে গানার সুলশারকে ছাঁটাই করে ইউনাইটেড। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৬৩ বছর বয়সী এ কোচ। ইংলিশ দলটির কোচ হতে রাশিয়ান ক্লাব এর মধ্যেই লোকোমোটিভ মস্কোর স্পোর্টস ও ডেভেলপমেন্ট প্রধানের দায়িত্ব ছেড়েছেন তিনি।
ইউনাইটেডে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত র্যাংনিক, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত এবং একটি সফল মৌসুম করার দিকেই মনোনিবেশ করছি।'
'দলটি প্রতিভায় পূর্ণ এবং তারুণ্য এবং অভিজ্ঞতার একটি দারুণ ভারসাম্য রয়েছে। আগামী ছয় মাস আমার প্রচেষ্টা থাকবে এই খেলোয়াড়দের ব্যক্তিগত ও দল হিসাবে তাদের সকল সহায়তা করা। এর বাইরে, আমি পরামর্শের ভিত্তিতে ক্লাবের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণ করতেও উন্মুখ।'
মৌসুম শেষে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও ইউনাইটেডেই থাকবেন র্যাংনিক। ওল্ড ট্র্যাফোর্ডে অতিরিক্ত আরও দুই বছর পরামর্শকের ভূমিকায় থাকবেন তিনি।
ওয়ার্ক পারমিট যথা সময়ে পেলে আগামী ২ ডিসেম্বর আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডে হয়ে প্রথম ডাগআউটে থাকবেন র্যাংনিক। সুলশারকে ছাঁটাইয়ের পর বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন মাইকেল ক্যারিক।
খেলোয়াড়ি জীবনে খুব একটা সুবিধা করে উঠতে না পাড়ায় মাত্র ২৫ বছর বয়সেই কোচিংয়ে নামেন র্যাংনিক। স্টুটগার্ট, হফেনহাইম, শালকে ০৪, আরবি লাইপজিগের মতো ক্লাবের কোচ ছিলেন তিনি। অবশ্য নজরে এসেছেন লাইপজিগের কোচ থাকাকালীন সময়ে। চতুর্থ স্তর থেকে বুন্ডেসলিগার শীর্ষ স্তরে নিয়ে আসেন ক্লাবটিকে।
Comments