ম্যানচেস্টার সিটিতে হালান্ড

আলোচনায় এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। চেষ্টা চালিয়েছিল বার্সেলোনাও। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডও পেতে চেয়েছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, হালান্ডের বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে তারা। নরওয়ের তরুণ স্ট্রাইকারের সঙ্গে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করার সাপেক্ষে আগামী ১ জুলাই আসবে চূড়ান্ত ঘোষণা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর আগে জানিয়েছিল, চলতি সপ্তাহেই হালান্ডকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পারে সিটি। তার রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করেই তাকে পেতে যাচ্ছে দলটি।

হালান্ডের প্রধান এজেন্ট মিনো রাইওলা মারা যাওয়ার পর তার ট্র্যান্সফারের বর্তমানে সব দায়িত্ব পালন করছেন বাবা আলফি হালান্ড। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত সিটিজেনদের হয়েই খেলেছিলেন আলফি। বাবার পথ ধরে ছেলেও যোগ দিতে যাচ্ছেন এ ইংলিশ ক্লাবে।

হালান্ডের সিটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এরমধ্যেই সিটির সঙ্গে হালান্ডের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। কাগজপত্রও চূড়ান্ত। এমনকি এই বেলজিয়ামে মেডিকেল টেস্টের প্রথম ধাপও সম্পন্ন করে ফেলেছেন এ তরুণ।

সংবাদ অনুযায়ী, ম্যানসিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন হালান্ড। ফলে ২০২৭ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকছেন এ তরুণ। ম্যানসিটির বর্তমানে সর্বোচ্চ বেতন পাওয়া কেভিন ডি ব্রুইনার থেকে কিছুটা বেতনেই এ ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

চলতি মৌসুম শেষে যে হালান্ড দল পরিবর্তন করবেনই, তা অনেকটাই নিশ্চিত ছিল। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গেও চুক্তিও ছিল এমনই। ২০২১-২২ মৌসুম শেষেই ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল। সে সুযোগই নিতে যাচ্ছে ম্যানসিটি।

বুন্ডেসলিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলবে ডর্টমুন্ড। সেই ম্যাচটিই হতে যাচ্ছে এই নরওয়েজিয়ানের হলুদ জার্সিতে শেষ ম্যাচ। ডর্টমুন্ডের হয়ে এখন পর্যন্ত ৮৮টি ম্যাচ খেলেছেন হালান্ড। তাতে ৮৫টি গোল করে ফেলেছেন।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

21m ago