ম্যানসিটিকে শেষ পর্যন্ত চাপে রাখতে চায় লিভারপুল

অবশেষে লেস্টার সিটির বাধা পার হতে পেরেছে লিভারপুল। এর আগের শেষ দুটি ম্যাচে ফক্সদের বিপক্ষে পেরে ওঠেনি তারা। এদিনও বড় হুমকিই ছিল দলটি। তবে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে লেস্টার সিটিকে হারিয়েছে লিভারপুল। তাতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমিয়েছে অলরেডরা। আর এ ধারা অব্যাহত রেখে লিগের শেষ পর্যন্ত সিটিকে চাপে রাখতে চান বলেই জানান দলের স্কটিশ ফুলব্যাক অ্যান্ড্রু রবার্টসন।

বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে দুটি গোলই করেছেন দিয়াগো জতা। দুই অর্ধে একটি করে গোল দেন এ পর্তুগিজ তারকা।

ব্যবধান কমালেও এখনও লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট বেশি সিটির। তবে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে সিটিকে চাপে রাখতে পারবেন বলেই মনে করেন এ স্কটিশ তারকা, 'ফলাফল পাওয়ার মাধ্যমেই আমরা কেবল প্রশ্নের উত্তর দিতে পারি। ব্যবধানটা এখনো অনেক বড়। আমাদের শুধু তাদের ওপর চাপ সৃষ্টি করে রাখতে হবে। আমাদের নিজেদের দিকেও দৃষ্টি রাখতে হবে। আশা করছি এটা একটি রোমাঞ্চকর লড়াই হবে। আমরা এখনও চারটি প্রতিযোগিতায় লড়াই করছি।'

একই সঙ্গে লেস্টারের বিপক্ষে গোল না খেয়ে জয় পাওয়ায় দারুণ খুশি রবার্টসন। আর জোড়া গোলদাতা জতারও উচ্ছ্বসিত প্রশংসা করেন এ ফুলব্যাক, 'দিয়েগো জতার মতো খেলোয়াড় যখন আমাদের দলে আছে তখন গোল করার ব্যাপারে আমরা সবসময় আত্মবিশ্বাসী থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জয়। ক্লিনশিট ধরে রেখে দুই গোল। আমরা এগিয়ে যাচ্ছি।'

২৩ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তবে সাম্প্রতিক সময়ে অসাধারণ ছন্দে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। পা না হড়কালে এবারও হয়তো লিগ জয় কষ্টকর হবে না দলটির জন্য। তবে তাদের চাপে রাখতে পারলে শেষ পর্যন্ত লিগ শিরোপা নির্ধারণে রোমাঞ্চকর লড়াই হবে বলেই মনে করেন রবার্টসন।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

1h ago