যে কারণে মেসির গোলে উদযাপন করেছেন পচেত্তিনো

সেই এস্পানিওল থেকে শুরু। এরপর টটেনহ্যাম হয়ে পিএসজিতে। কোচিং ক্যারিয়ারে অনেকবারই নিজের দলের বিপক্ষে লিওনেল মেসিকে গোল করতে দেখেছেন মাউরিসিও পচেত্তিনো। এইতো গত মৌসুমেও বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে গোল করেছেন। তবে এবারই প্রথম তার নিজের দলের হয়ে গোল করলেন মেসি। এ তো ভিন্ন অনুভূতি। এমন দিনে উদযাপন না করে কি থাকা যায়?
সাধারণত ম্যাচে শিষ্যরা কেউ গোল করলে খুব একটা উচ্ছ্বাস করতে দেখা যায় না পচেত্তিনোকে। জয়ের পরও শান্তশিষ্ট থাকেন। কিন্তু ২০ বছর ধরে যে খেলোয়াড়কে নিজে দলের বিপক্ষে গোল করতে দেখেছেন তাকে এবার নিজের দলের হয়ে গোল করতে দেখে উচ্ছ্বাস গোপন করতে পারেননি এ আর্জেন্টাইন কোচ, 'আমি সাধারনত গোলের পর উদযাপন করি না। কিন্তু আমি গত ২০ বছর ধরে দেখে আসছি এ ধরণের গোল ও আমাদের বিপক্ষে করে আসছে এবং এবার প্রথমবারের মতো ও আমার পরিচালিত একটি দলের জন্য গোল করেছে। তাই আমাকে উদযাপন করতেই হয়েছে।'
পিএসজিতে মেসি যোগ দিয়েছেন দেড় মাসেরও বেশি সময় হতে চলেছে। এ নিয়ে চারটি ম্যাচ খেললেন তিনি। কিন্তু আগের তিন ম্যাচে গোলের দেখা মিলেনি। চ্যাম্পিয়ন্স লিগে প্রিয় ইংলিশ প্রতিপক্ষ পেয়েই নতুন ক্লাবে গোলের খাতা খুললেন। সবমিলিয়ে উচ্ছ্বাসটা আরও বেশি পচেত্তিনোর, 'আমাদের দলের হয়ে ওর প্রথম গোল, এখন আমরা একই পাশে থাকায় আমি অনেক উপভোগ করেছি এবং লিওর প্রথম গোলটি উপভোগ করতে পেরে আমি খুব খুশি। আপনার এই ধরণের খেলোয়াড়দের কাছ থেকে এমন পারফরম্যান্স প্রয়োজন এবং নেটের পিছনে তা অনুভব করাও প্রয়োজন।'
তবে এখনও পিএসজির হয়ে শতভাগ মানিয়ে নিতে পারেননি মেসি। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি আরও হবে বলেই বিশ্বাস করেন এ কোচ, 'বার্সেলোনায় ২০ বছর কাটানোর পর এখানে ওকে দলের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। ও বিভিন্ন জিনিস অনুভব করছে, তার জন্য অনেক কিছুই নতুন অনুভূতি।... ও শীর্ষ শ্রেণীর, আমি জানি আমি নতুন কিছু বলছি না তবে আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে তার এখনও অনেক উন্নতি করার জায়গা আছে।'
শুধু মেসি নয়, পুরো দলের পারফরম্যান্সেই দারুণ খুশী পিএসজি কোচ, 'আমি মনে করি দল ভালো পারফরম্যান্স করেছে। ম্যানচেস্টার সিটির মতো খুব ভালো দলের বিপক্ষে ম্যাচের কঠিন সময়ে আমরা চাপ নিতে পেরেছি। আমরা খেলতে পেরেছি, প্রয়োজন অনুযায়ী আক্রমণও করতে পেরেছি। সময়ের সঙ্গে সঙ্গে দল পরিণত হয়, এই ধরণের ম্যাচগুলো তা করতে সহায়তা করে। আমরা উন্নতি করার চেষ্টা করছি, কিছু করার জন্য।'
দারুণ একটি দলগত জয় হলেও নিজেদের মধ্যে আরও উন্নতির জায়গা দেখছেন পচেত্তিনো, 'আমাদের একটি স্কোয়াড খুবই ইতিবাচক তারা জানে কি করতে হবে। আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এটা দারুণ একটি ম্যাচ ছিল, তাদের অভিনন্দন জানাতে হবে। এটা দারুণ একটি সম্মিলিত প্রচেষ্টা ছিল। অবশ্যই, উন্নতি করার জায়গা রয়েছে।'
Comments