যোগ্য দল হিসেবেই ইন্টারকে হারিয়েছে লিভারপুল: ক্লপ

ছবি: টুইটার

ইন্টার মিলানের আক্রমণের চাপ সামলে লিভারপুল দেখায় নিজেদের দক্ষতা। শেষদিকের দুই গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, যোগ্য দল হিসেবে তারা জিতেছেন। তবে তার শিষ্যদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টারের মাঠ সান সিরোয় ২-০ গোলে জিতেছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম রবার্তো ফিরমিনো সফল হেডে সফরকারীদের এগিয়ে নেন। আট মিনিট পর গোলপোস্টের কাছ থেকে নিশানা ভেদ করেন মোহামেদ সালাহ।

আগামী ৯ মার্চ ফিরতি লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামবে দুই দল। প্রতিপক্ষের মাঠে জেতায় ক্লপবাহিনী আসরের শেষ আটে ওঠার পথে এগিয়ে গেছে অনেকখানি।

ছবি: সংগৃহীত

ম্যাচের পর সংবাদ সম্মেলনে জার্মান কোচ ক্লপ বলেছেন, কঠিন লড়াইয়ে জয় তাদের প্রাপ্য ছিল, 'আমরা অসাধারণ একটি ম্যাচ খেলতে না পারলেও যোগ্য দল হিসেবে জিতেছি। কারণ, আমরা দুটি চমৎকার গোল করেছি। হ্যাঁ, এটা ঠিক যে তারাও সুযোগ পেয়েছে। বিশেষ করে, পাল্টা আক্রমণের মাধ্যমে। তবে সেটা তখনই ঘটেছে, যখন আমরা ভুল জায়গায় বল হারিয়েছি।'

সান সিরোতে গিয়ে ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের বিপক্ষে দাপট দেখানো সহজ নয় বলে জানিয়েছেন তিনি, 'এই ধরনের ম্যাচে আপনাকে লম্বা সময় জুড়ে বল রাখতে হবে নিজেদের পায়ে। কিন্তু সেটা আমরা যথেষ্ট পরিমাণে করতে পারিনি। কিন্তু এখানে এসে আপনি আগে থেকে আশা করতে পারেন না যে ম্যাচটা অসাধারণ কাটবে।'

ক্লপের মতে, ইন্টারের কৌশল বদলানোর সঙ্গে মানিয়ে নিতে বেশ ঘাম ঝরেছে তার শিষ্যদের, 'ম্যাচটায় শারীরিক শক্তির প্রদর্শন দেখা গেছে এবং সেটা সামলাতে আমাদের একটা রাস্তা খুঁজে বের করতে হতো। আমি মনে করি, আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম এবং তাদের ফরমেশন বুঝে নিয়ে খেলার চেষ্টা করেছি। এরপর তারা কৌশল পাল্টে ফেলে উইং-ব্যাকদের ব্যবহার করে আক্রমণে উঠতে থাকে। আমরা সেটার জবাব সব সময় ভালোমতো দিতে পারিনি।'

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago