রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে ক্রীড়াঙ্গনে বড় ধরণের নিষেধাজ্ঞা পেল রাশিয়া। দেশটির সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ফিফা ও উয়েফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) সোমবার যৌথ বিবৃতিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট কোন সময় বেধে দেওয়া হয়নি। সংস্থা দুটি জানায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞার ধাক্কায় চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলা হচ্ছে না রাশিয়ার পুরুষ ফুটবল দলের। রাশিয়ার মেয়েদের দল খেলতে পারবে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে খেলার কথা ছিল রাশিয়ার। ওই ম্যাচ জিতলে ২৯ মার্চ ঘরের মাঠেই তাদের ম্যাচ ছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। কিন্তু এই দুই দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।

ক্লাব পর্যায়েও প্রভাব পড়েছে প্রবল। ইউরোপা লিগ থেকে বাদ পড়েছে দেশটির ক্লাব স্পার্তাক মস্কো। টুর্নামেন্টের নকআউট রাউন্ডে জার্মান ক্লাব লাইপজিগকে পেয়েছিল তারা। লাইপজিক তাই না খেলেই উঠে যাচ্ছে শেষ আটে।

যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে অর্থনৈতিক খাতেও। রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রমের সঙ্গে চুক্তি বাতিল করেছে উয়েফা। কোম্পানিটি চ্যাম্পিয়ন্স লিগের স্পন্সর ছিল।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago