রিয়ালের মাঠে গিয়েও এমন উল্লাস করার আশায় এমবাপে

লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর ঘরের মাঠে পুরো পয়েন্ট না পাওয়ার একদম কাছে ছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে শেষ মুহূর্তের ম্যাজিক যে তখনো বাকি। কিলিয়ান এমবাপে সেই মুন্সিয়ানায় দেখিয়ে দলকে পাইয়ে দেন দারুণ জয়। এই তারকা এবার আশা করছেন রিয়ালের মাঠে ফিরতি লেগেও বাজিমাত করবেন তারা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ১-০ গোলে রিয়ালকে হারায় পিএসজি। পারফরম্যান্স ছাড়াও এই ম্যাচে আলোচিত ছিলেন এমবাপে। আগামী মৌসুমেই তার ঠিকানা রিয়াল হতে যাচ্ছে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। যে রিয়ালের হয়ে কিছুদিন পর খেলবেন তাদের জালেই বল জড়ানোর পর আলোচনার পারদও এখন অন্যরকম।
মঙ্গলবার রাতে পুরো ম্যাচেই এমবাপে ছিলেন চোখ ধাঁধানো। রিয়াল গোলরক্ষক থিবো কর্তুয়া সেরা নৈপুণ্য না দেখালে গোল পেতে পারতেন আগেই। ৬১ মিনিটে মেসির পেনাল্টি মিসের পর ম্যাচ এগুচ্ছিল ড্রয়ের দিকেই। প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে যাওয়ার আশায় ছিল রিয়াল।
যোগ করা সময়ে তাদের হতাশায় পুড়ান এমবাপে। বা দিক থেকে পায়ের কারিকুরিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে পান জালের ঠিকানা। এই ঝলকের পর সব আলো চলে যায় এমবাপের দিকেই। এমন জয়ের পর ম্যাচ সেরা এই ফরাসি তারকা জানিয়েছেন নিজের উচ্ছ্বাস, 'অসাধারণ এক ম্যাচ ছিল। দলকে সহায়তা করতে আমি সব সময় মুখিয়ে থাকি। আর কোন কিছুর দিকে আমার মন ছিল না।'
তবে প্রথম লেগে জিতলেও সামনের কাজটা যে সহজ না জানেন এমবাপে। আগামী মাসে ফিরতি লেগে তাদের যেতে হয়ে রিয়ালের মাঠে। নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী স্প্যানিশ জায়ান্টরা। সেই বাস্তবতার চ্যালেঞ্জ মাথায় রেখেই এমবাপের আশা আরেকবার রিয়ালকে হারানোর, 'আমাদের পা মাটিতেই রাখতে হবে। এখনো দ্বিতীয় লেগ বাকি আছে। ম্যাচটা কঠিন হবে। তবে এগিয়ে থাকার সুবিধা পাব, আত্মবিশ্বাস আমাদের থাকবে।'
'দলের পারফরম্যন্সে আমি খুশি, আশা করছি পরের লেগেও এটি ধরে রেখে জয় আনতে পারব।'
Comments