রিয়ালে আরও ৫ বছর কোর্তুয়া

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তুয়া। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। ফলে আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গেই থাকছেন ২৯ বছর বয়সী এ গোলরক্ষক।
সোমবার এক বিবৃতিতে কোর্তুয়ার সঙ্গে নতুন চুক্তির বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা লিখেছে, 'রিয়াল মাদ্রিদ ও থিবো কোর্তুয়া চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে রাজী হয়েছে। তার চুক্তি ২০২৬ সালের ৩০ জন পর্যন্ত আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।'
বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রমাণ করেছেন কোর্তুয়া। যদিও রিয়াল মাদ্রিদে তার শুরুটা ভালো হয়নি। তবে ক্লাবটিতে নিজের দ্বিতীয় মৌসুম থেকেই অবিশ্বাস্য ছন্দে আছেন এ তারকা। সব মিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন ১৩০ ম্যাচ। তাতে ক্লিন শিট রেখেছেন ৫২ বার।
২০১৮ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়া কোর্তোয়া গত মৌসুমে রিয়ালের হয়ে লিগের ৩৮টি ম্যাচের সবগুলোতেই মাঠে নেমেছেন। তাতে গোল ক্লিন শিট রেখেছেন মোট ১৭ বার। আর গোল হজম করেছেন ২৮টি। এবারের ২০২০ ইউরোতে বেলজিয়ামের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলে তার দল। চ্যাম্পিয়ন ইতালির কাছে হারার আগে মাত্র ৩টি গোল হজম করেন তিনি।
Comments